পদ্মাসেতু: ট্রেনও চলবে ২০২১ সাল থেকেই
২০২১ সালের জুনে পদ্মাসেতু উদ্বোধনের সময় সেতুটি দিয়ে ঢাকা ও যশোরের মধ্যে রেল যোগাযোগ শুরু করার জন্যে কাজ করছে সরকার।
আজ (১৭ সেপ্টেম্বর) রাজধানীর রেল ভবনে সাংবাদিকদের রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এ কথা জানান।
তিনি বলেন, ২০১৮ সালের জুলাইয়ে রেলপথের কাজ শুরুর পর তা ২০২৪ সালের ডিসেম্বরে শেষ করার কথা রয়েছে। তবে মুন্সীগঞ্জের মাওয়া থেকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পর্যন্ত ৪২ কিলোমিটার রেলপথ নির্ধারিত সময়ের মধ্যে খুলে দেওয়ার জন্যে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে।
এছাড়াও, যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু রেলসেতু তৈরির কাজ আগামী বছর জানুয়ারিতে শুরু হবে বলেও জানান রেলমন্ত্রী।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, ২০২১ সালের জুনে পদ্মাসেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল করবে।
সেদিন তিনি আরো জানান, পদ্মাসেতুর কাজের অগ্রগতি হয়েছে ৭৩ শতাংশ। তার মতে, ২০২০ সালের মধ্যে পদ্মাসেতুর নির্মাণ কাজ শেষ হবে। অন্যান্য আনুষঙ্গিক কাজ শেষ হতে আরো ৫ থেকে ৬ মাস লাগবে বলেও উল্লেখ করেন সেতুমন্ত্রী।
Comments