প্রতি বিভাগে ১০০ শয্যার ক্যানসার হাসপাতাল
রাজধানী ঢাকা ব্যতীত দেশের প্রতিটি বিভাগের অন্যান্য হাসপাতালের সহযোগিতায় ২ হাজার ৩৮৮ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ১০০ শয্যার ক্যানসার হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ (১৭ সেপ্টেম্বর) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সংক্রান্ত অনুমোদন দেওয়া হয়।
একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী জানান, ক্যানসার হাসপাতাল স্থাপনসহ ৮ হাজার ৯৬৮ কোটি টাকা ব্যয়ে আটটি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক।
তিনি বলেন, “এর মধ্যে সরকার অর্থায়ন করবে প্রায় ৮ হাজার ৯৫২ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন হচ্ছে প্রায় ১৫ কোটি ৪৯ লাখ টাকা।”
Comments