পিএসজির বিপক্ষে মার্সেলোকেও পাচ্ছেন না জিদান
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ মৌসুমের শুরু থেকেই চোট সমস্যায় জর্জরিত। চোটগ্রস্ত খেলোয়াড়দের লম্বা তালিকায় যোগ হয়েছে আরও একটি নাম- মার্সেলো। তিনি ভুগছেন পিঠের চোটে। ফলে নতুন মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে তাকে পাচ্ছেন না রিয়াল কোচ জিনেদিন জিদান।
রিয়ালের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলোর সেরে উঠতে সময় লাগবে প্রায় দুই সপ্তাহ। ফলে প্যারিস সেন্ট জার্মেইয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না তিনি। তার পরিবর্তে লেফট-ব্যাক হিসেবে একাদশে দেখা যেতে পারে গেল জুনে অলিম্পিক লিঁও থেকে ৪৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে যোগ দেওয়া ফারলান্দ মেন্দিকে।
এই ম্যাচে জিদান পাচ্ছেন না আরও কয়েকজন তারকা ফুটবলারকে। চোট থেকে এখনও সেরে ওঠেননি ইস্কো, ফেদেরিকো ভালভার্দে ও লুকা মদ্রিচ। আর প্রাক-মৌসুম ম্যাচে হাঁটুতে চোট পেয়ে ৯ মাসের জন্য আগেই ছিটকে গেছেন মার্কো আসেনসিও। নিষেধাজ্ঞা থাকায় পিএসজির বিপক্ষে নামতে পারবেন না রিয়াল অধিনায়ক সার্জিও রামোস ও নাচো।
ফলে তাদেরকে বাদ দিয়েই রিয়াল কোচকে ১৯ সদস্যের স্কোয়াড ঘোষণা করতে হয়েছে। আশার কথা হলো, সেখানে জায়গা পেয়েছেন চোট কাটিয়ে ফেরা এডেন হ্যাজার্ড, হামেস রদ্রিগেজ ও লুকা জোভিচ। এই তিনজনই লা লিগায় রিয়ালের সবশেষ ম্যাচে লেভান্তের বিপক্ষে মাঠে নেমছিলেন।
বুধবার রাতে (১৯ সেপ্টেম্বর) চ্যাম্পিয়ন্স লিগের ‘এ’ গ্রুপের ম্যাচে ফরাসি লিগ চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে স্প্যানিশ পরাশক্তি রিয়াল। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ১টায়।
পিএসজি ম্যাচের ১৯ সদস্যের রিয়াল মাদ্রিদ স্কোয়াড:
গোলরক্ষক: থিবো কোর্তোয়া, আলফোনসে আরেওলা, দিয়েগো আলতুবে
ডিফেন্ডার: দানি কারভাহাল, এদার মিলিতাও, রাফায়েল ভারান, আলভারো ওদরিওজোলা, ফারলান্দ মেন্দি, আদ্রিয়ান দে লা ফুয়েন্তে
মিডফিল্ডার: টনি ক্রুস, কাসেমিরো, হামেস রদ্রিগেজ
ফরোয়ার্ড: এডেন হ্যাজার্ড, করিম বেনজেমা, গ্যারেথ বেল, লুকাস ভাজকেজ, লুকা জোভিচ, ভিনিসিয়ুস, রদ্রিগো।
Comments