উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নেইমারের নিষেধাজ্ঞা কমলো
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গেল মৌসুমের শেষ ১৬ থেকে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) বাদ পড়ার পর ম্যাচ অফিসিয়ালদের নিয়ে কটূক্তি করেছিলেন নেইমার। এর প্রেক্ষিতে উয়েফা তাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল। তবে ব্রাজিলিয়ান তারকার শাস্তির বিরুদ্ধে আপিল করেছিল পিএসজি। তাতে মিলেছে সুফল। কমানো হয়েছে নেইমারের নিষেধাজ্ঞা।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) খেলাধুলা বিষয়ক সালিশি আদালত তাদের রায় জানিয়েছে। ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় নেইমারের নিষেধাজ্ঞা তিন ম্যাচ থেকে কমিয়ে দুই ম্যাচ করা হয়েছে। ফলে চলতি ২০১৯-২০ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির প্রথম দুটি ম্যাচে রিয়াল মাদ্রিদ ও গ্যালাতাসারাইয়ের বিপক্ষে খেলতে না পারলেও ক্লাব ব্রুগের বিপক্ষে মাঠে দেখা যাবে ২৭ বছর বয়সী ফরোয়ার্ডকে।
বুধবার রাতে পার্ক দে প্রিন্সেসে স্প্যানিশ পরাশক্তি রিয়ালের মুখোমুখি হবে ফরাসি লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি। তুরস্কের ক্লাব গ্যালাতাসারাইকে তারা মোকাবেলা করবে আগামী ২ অক্টোবর। এরপর একই মাসের ২৩ তারিখে বেলজিয়ামের ব্রুগের সঙ্গে লড়বে তারা। সবকিছু ঠিক থাকলে সে ম্যাচে খেলবেন নেইমার।
উল্লেখ্য, ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ঘরের মাঠে হেরে গেল মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গিয়েছিল পিএসজি। দ্বিতীয় লেগের ম্যাচের শেষ মুহূর্তে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছিলেন নেইমারদের বিপক্ষে। তাতেই ঘুরে গিয়েছিল ম্যাচের ফল। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাচ অফিসিয়ালদের নিয়ে বাজে মন্তব্য করেছিলেন নেইমার।
ইনস্টাগ্রামে তিনি লিখেছিলেন, ‘ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) প্যানেলে পর্যালোচনার জন্য এমন চারজনকে বসিয়ে রাখা হয়, যারা ফুটবলের কিছুই বোঝে না।’ এমন বক্তব্য সহজভাবে নেয়নি উয়েফা। তারা নিষিদ্ধ করেছিল নেইমারকে।
Comments