মোদি-জিনপিং বৈঠকের ‘প্রধান বিষয়’ কাশ্মীর নয়
আগামী অক্টোবরে ভারতে সফরে আসছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। সেসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার অনানুষ্ঠানিক বৈঠকের কথা রয়েছে। তবে, মোদি-জিনপিং বৈঠকে কাশ্মীরকে আলোচনার ‘প্রধান বিষয়’ হিসেবে চায় না চীন।
ভারত শাসিত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসে কাশ্মীরের সামগ্রিক পরিস্থিতি। সেসময় কাশ্মীরের অপর দাবিদার পাকিস্তানের পাশে দাঁড়ায় দেশটির সব সময়ের বন্ধুরাষ্ট্র চীন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে আজ (১৮ সেপ্টেম্বর) বলা হয়, চীনের একজন কর্মকর্তা বলেছেন, প্রধানমন্ত্রী মোদি এবং রাষ্ট্রপতি শি জিনপিং সম্ভবত দুই দেশের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করতে আলোচনা করবেন।
বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনাইং সাংবাদিকদের বলেন, “আমি নিশ্চিত নই যে কাশ্মীর ওই বৈঠকের আলোচ্যসূচিতে থাকবে কী না। কারণ, এটি হবে একটি অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলন। আমাদের উচিত হবে দুই দেশের শীর্ষনেতারা কী নিয়ে আলোচনা করতে চান তা তাদের উপরেই ছেড়ে দেওয়া।”
তিনি আরও বলেন, “তবে আমার মনে হয় যে আলোচনার মধ্যে অবশ্যই কাশ্মীর প্রসঙ্গ উঠে আসবে।”
কাশ্মীর সমস্যা সমাধানের বিষয়ে চীনের অবস্থান সম্পর্কে তিনি বলেন, “আমরা কাশ্মীরকে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ইস্যু হিসেবেই দেখছি।”
“আমরা জানি যে কাশ্মীর সম্পর্কে জাতিসংঘের একটি নির্দিষ্ট প্রস্তাব রয়েছে। আমরা আশা করি, ভারত ও পাকিস্তানের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা যাবে,” বলেন হুয়া চুনাইং।
মোদি এবং শি জিনপিংয়ের মধ্যে আসন্ন এই বৈঠকটিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। কেননা, আগামী নভেম্বরে আবার মুখোমুখি হওয়ার কথা রয়েছে এই শীর্ষনেতাদের।
Comments