ঢাবিতে দুর্নীতি বিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দুর্নীতি ও জালিয়াতির বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে।
আজ (১৮ সেপ্টেম্বর) দুপুর সোয়া একটার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে এ ঘটনা ঘটে।
এতে ভাষা বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আসিফ চোখের নীচে আঘাত পেয়েছেন। তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানীর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে, প্রক্টর তার কার্যালয়ে এসময় উপস্থিত ছিলেন না।
ঘটনাস্থল থেকে আমাদের আলোকচিত্রী জানিয়েছেন, আজ বেলা ১২টার দিকে ‘দুর্নীতি ও জালিয়াতির বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়’ ব্যানারে একদল শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের কার্যালয় ঘেরাও করে অবস্থান নেন। এসময় ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে অন্তত ২৫-৩০ জনের একটি দল এসে তাদের ওপর হামলা চালান।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আমাদের ঢাবি সংবাদদাতা জানিয়েছেন, হামলাকারীদের বেশিরভাগই ঢাবি শাখা ছাত্রলীগের নেতা-কর্মী।
আক্রান্তরা অভিযোগ করেছেন, ছাত্রলীগ তাদের ওপর হামলা করেছে। হামলাকারীরা ছাত্রলীগের নেতা-কর্মী এবং ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসেনের অনুসারী।
এ বিষয়ে দ্য ডেইলি স্টারকে সাদ্দাম হোসেন বলেন, “এ হামলার সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই। দুইদল শিক্ষার্থীর মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ে আমার কোনো অনুসারী নেই।”
Comments