ঢাবিতে দুর্নীতি বিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দুর্নীতি ও জালিয়াতির বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে।
DU
১৮ সেপ্টেম্বর ২০১৯, হামলায় ভাষা বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আসিফ চোখের নীচে আঘাত পেয়েছেন। ছবি: প্রবীর দাশ/স্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দুর্নীতি ও জালিয়াতির বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে।

আজ (১৮ সেপ্টেম্বর) দুপুর সোয়া একটার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে এ ঘটনা ঘটে।

এতে ভাষা বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আসিফ চোখের নীচে আঘাত পেয়েছেন। তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানীর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে, প্রক্টর তার কার্যালয়ে এসময় উপস্থিত ছিলেন না।

ঘটনাস্থল থেকে আমাদের আলোকচিত্রী জানিয়েছেন, আজ বেলা ১২টার দিকে ‘দুর্নীতি ও জালিয়াতির বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়’ ব্যানারে একদল শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের কার্যালয় ঘেরাও করে অবস্থান নেন। এসময় ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে অন্তত ২৫-৩০ জনের একটি দল এসে তাদের ওপর হামলা চালান।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আমাদের ঢাবি সংবাদদাতা জানিয়েছেন, হামলাকারীদের বেশিরভাগই ঢাবি শাখা ছাত্রলীগের নেতা-কর্মী।

DU Attack
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে এই হামলার ঘটনা ঘটে। ছবি: প্রবীর দাশ/স্টার

আক্রান্তরা অভিযোগ করেছেন, ছাত্রলীগ তাদের ওপর হামলা করেছে। হামলাকারীরা ছাত্রলীগের নেতা-কর্মী এবং ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসেনের অনুসারী।

এ বিষয়ে দ্য ডেইলি স্টারকে সাদ্দাম হোসেন বলেন, “এ হামলার সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই। দুইদল শিক্ষার্থীর মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ে আমার কোনো অনুসারী নেই।”

Comments

The Daily Star  | English

Trump and Harris clash in high-stakes presidential debate

The pressure is arguably greater for Harris, America's first female, Black and South Asian vice president, as she takes part in her first presidential debate. It will be a critical chance to win over voters who still know little about her, as polls showing her honeymoon starting to fade after jumping into the race to replace 81-year-old President Joe Biden in July.

6m ago