১৮ হাজার ডলার লুটের চেষ্টা: এএসআইর ২ বছরের কারাদণ্ড
রাজধানীর উত্তরায় মানি এক্সচেঞ্জ কোম্পানির এক মালিকের কাছ থেকে ১৮ হাজার ৮০০ ডলার (১৫ লাখ টাকা) লুট চেষ্টার ঘটনায় বরখাস্ত হওয়া উত্তরা পূর্ব থানার এক এএসআই ও সাবেক এক বিজিবি সদস্যকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
দ্রুত বিচার আদালত-৩ এর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী আজ বরখাস্ত হওয়া এএসআই আলমগীর হোসেন ও সাবেক বিজিবি সদস্য মাসুম বিল্লাকে এই সাজা দেন। রায় ঘোষণার সময় অভিযুক্তরা আদালতে উপস্থিত ছিলেন।
সাজা ঘোষণার পর জামিন বাতিল করে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০০০ টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও এক মাস সাজা খাটতে হবে।
উত্তরায় রাজলক্ষ্মী মার্কেটের সামনে ২০১৭ সালের ৪ এপ্রিল মানি এক্সচেঞ্জ কোম্পানির মালিক জনৈক ইলিয়াস হোসেনের কাছ থেকে ডলার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন ওই দুজন।
Comments