শ্রীলঙ্কা দলকে রাষ্ট্রপ্রধানদের সমান নিরাপত্তা দেবে পাকিস্তান

সন্ত্রাসী হামলার হুমকি পাওয়ায় শ্রীলঙ্কার পাকিস্তান সফর নিয়ে তৈরি হয়েছিল অচলাবস্থা। গোটা সিরিজ ভেস্তে যাওয়ার দশা হয়েছিল। তবে স্বস্তির ব্যাপার হলো, কেটে গেছে সব ধোঁয়াশা। পাকিস্তান সরকারের পক্ষ থেকে লঙ্কান সরকারকে আশ্বস্ত করা হয়েছে নিরাপত্তার ব্যাপারে। পাকিস্তান সফরে গিয়ে অন্য দেশের রাষ্ট্রপ্রধানরা যে মানের নিরাপত্তা পেয়ে থাকেন, শ্রীলঙ্কা ক্রিকেট দলকেও সমান নিরাপত্তা দেওয়া হবে- এই বিষয়টি ‘পুনরায় নিশ্চিত করে বলেছে’ পাকিস্তান সরকার। এতে সফরে যেতে সম্মত হয়েছে শ্রীলঙ্কা।
pakistan crciket
ছবি: এএফপি

সন্ত্রাসী হামলার হুমকি পাওয়ায় শ্রীলঙ্কার পাকিস্তান সফর নিয়ে তৈরি হয়েছিল অচলাবস্থা। গোটা সিরিজ ভেস্তে যাওয়ার দশা হয়েছিল। তবে স্বস্তির ব্যাপার হলো, কেটে গেছে সব ধোঁয়াশা। পাকিস্তান সরকারের পক্ষ থেকে লঙ্কান সরকারকে আশ্বস্ত করা হয়েছে নিরাপত্তার ব্যাপারে। পাকিস্তান সফরে গিয়ে অন্য দেশের রাষ্ট্রপ্রধানরা যে মানের নিরাপত্তা পেয়ে থাকেন, শ্রীলঙ্কা ক্রিকেট দলকেও সমান নিরাপত্তা দেওয়া হবে- এই বিষয়টি ‘পুনরায় নিশ্চিত করে বলেছে’ পাকিস্তান সরকার। এতে সফরে যেতে সম্মত হয়েছে শ্রীলঙ্কা।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সচিব মোহন ডি সিলভা জানান, ‘শ্রীলঙ্কায় পাকিস্তানের যে হাইকমিশনার আছেন, তিনি পাকিস্তান সরকারের পক্ষ থেকে শ্রীলঙ্কান সরকারকে পুনরায় নিশ্চিত করে বলেছেন যে, রাষ্ট্রপ্রধানদের যে নিরাপত্তা দেওয়া হয়, সেই একই মাত্রার নিরাপত্তা দেওয়া হবে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলকে।’

এর আগে প্রথম দফায় পর্যালোচনা পর পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছিল এসএলসি। কিন্তু তখন বেঁকে বসেন শ্রীলঙ্কার অভিজ্ঞ ক্রিকেটাররা। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করার পরও ওয়ানডে ও টেস্ট অধিনায়ক দিমুথ করুনারত্নে এবং টি-টোয়েন্টি অধিনায়ক লাসিথ মালিঙ্গা পাকিস্তানে যেতে অনাগ্রহের কথা বোর্ডকে জানিয়ে দেন। তাদের সঙ্গে সুর মেলান অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্ডিমাল, থিসারা পেরেরাসহ দলটির আরও আট খেলোয়াড়।

ফলে তাদেরকে বাইরে রেখে লাহিরু থিরিমান্নেকে ওয়ানডের এবং দাসুন শানাকাকে টি-টোয়েন্টির অধিনায়ক নির্বাচিত করে দুই ফরম্যাটের জন্য গেল ১১ সেপ্টেম্বর দল ঘোষণা করা হয়। কিন্তু এর কয়েক ঘণ্টা পরই শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, ক্রিকেটারদের ওপর সন্ত্রাসী হামলার হুমকি পেয়েছেন তারা। এমন ঘটনার প্রেক্ষিতে নড়েচড়ে বসে লঙ্কান বোর্ড। সেসময় এক বিবৃতিতে তারা জানায়, ‘জাতীয় দলের প্রস্তাবিত পাকিস্তান সফরের আগে সেখানকার নিরাপত্তা পরিস্থিতি পুনর্মূল্যায়নের জন্য শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কা সরকারের কাছে সহযোগিতা চেয়েছে।’

তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দেশটির সরকারের মাধ্যমে শ্রীলঙ্কা দলকে রাষ্ট্রপ্রধানদের সমতুল্য নিরাপত্তা দিতে অঙ্গীকার করায় সফর নিয়ে আর কোনো জটিলতা থাকছে না। লঙ্কান প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এক বিবৃতিতে জানিয়েছে, শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর কিংবা সফর চলাকালে হামলার হুমকির ব্যাপারে গোয়েন্দা সংস্থার কাছ থেকে তারা কোনো তথ্য পায়নি।

ফলে নির্ধারিত সূচি অনুসারে পাকিস্তান সফরে যাবে শ্রীলঙ্কা। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবরের মধ্যে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুদল। ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে করাচিতে, টি-টোয়েন্টি ম্যাচগুলোর ভেন্যু লাহোর।

উল্লেখ্য, ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলকে বহনকারী বাসে হামলা চালিয়েছিল বন্দুকধারী সন্ত্রাসীরা। ওই ভয়াবহ ঘটনায় আহত হয়েছিলেন তাদের বেশ কয়েকজন ক্রিকেটার। এরপর গত দশ বছরে লাহোরে কেবল একটি টি-টোয়েন্টি ম্যাচই খেলেছে লঙ্কানরা। সেটাও প্রায় দুই বছর আগে, ২০১৭ সালের অক্টোবরে।

Comments

The Daily Star  | English
DHL Daily Star Bangladesh Business Awards 2023

DHL, Daily Star honour five business luminaries for outstanding achievements

The theme of this year's event is "Bangladesh on the rebound".

8h ago