রাজশাহীর বড়াল নদীতে ৩ ব্যক্তির লাশ
রাজশাহীর চারঘাট উপজেলার বড়াল নদীতে অন্তত তিনজনের গলিত লাশের সন্ধান পাওয়া গেছে। নদীর স্লুইস গেটের কাছে লাশগুলোকে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়।
পুলিশের বরাত দিয়ে আমাদের রাজশাহী সংবাদদাতা জানান, আজ (২০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে স্থানীয়রা কয়েকটি লাশ ভাসতে দেখে পুলিশকে বিষয়টি জানায়।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমিত কুমার কুণ্ডু বলেন, খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায়। তারা লাশগুলো উদ্ধারের চেষ্টা করছে।
লাশের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি।
ওসি আরো জানান, রাজশাহীর সবগুলো থানাকে নির্দেশ দেওয়া হয়েছে নিখোঁজ ব্যক্তিদের তালিকা প্রকাশ করতে যাতে মৃত ব্যক্তিদের সনাক্ত করা যায়।
আজ দুপুর ১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত লাশগুলো উদ্ধারের চেষ্টা করা হচ্ছিলো।
Comments