হাতে সেলাই নিয়েও অনুশীলনে বোলিং করলেন আমিনুল
দুই দলের ফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। গুরুত্বের বিচারে আগামীকাল শনিবার আফগানিস্তান ও বাংলাদেশ দলের ম্যাচটা কেবল আনুষ্ঠানিকতা। তাই এমন ম্যাচে ইনজুরিতে থাকা কোনো খেলোয়াড়কে খেলানোর ঝুঁকি নেবে না কেউই। তারপরও অনুশীলনে বোলিং করেছেন তরুণ লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব, অভিষেক ম্যাচে চোট পাওয়ায় যার বাঁ হাতে লেগেছিল তিনটি সেলাই।
আগের দিন পূর্ণ বিশ্রাম নিয়েছে বাংলাদেশ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালেই তাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে আসে দলের ক্রিকেটাররা। মাঠের এক প্রান্তে বল হাতে দেখা যায় আমিনুলকেও। চলতি সিরিজের জন্য ডাক পাওয়া স্পিন বোলিং কোচ সোহেল ইসলামের অধীনে ফ্রি বোলিং করেছেন তিনি।
বোলিং দেখেই বোঝা যাচ্ছিল, আগামীকালের ম্যাচে খেলার সম্ভাবনা তার খুবই কম। বাঁ হাত শরীরের সঙ্গে মিলিয়ে বল করছেন। তাতে শরীরের ভারসাম্যও ঠিকভাবে রাখতে পারছিলেন না। ফলোথ্রুতে বল ধরছেনও একদিকে কাঁত হয়ে, যাতে বাঁ হাতে বল লাগার কোনো ঝুঁকি না থাকে।
তবে কেন বোলিং করছেন আমিনুল? স্পিন কোচ সোহেল ইসলামকে জিজ্ঞাসা করতেই জানালেন, 'ব্যথা পেয়েছে বাঁ হাতে। ডান হাতে বোলিং করতে সমস্যা নেই। তাই নিজেকে ঝালিয়ে রাখার জন্যই অনুশীলন।'
তবে কি তার খেলার কোনো সম্ভাবনা রয়েছে? এমন সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে উল্টো প্রশ্ন করেন সোহেল, 'সেলাই কাটতেই তো সাত দিন লাগে। খেলবে কীভাবে? বোলিং না হয় ডান হাতে করল, কিন্তু ফিল্ডিং তো করতে হবে। আবার যদি তার দিকে বল আসে। আর তাকে নিয়ে ঝুঁকি নেওয়ারও কোনো কারণ নেই।'
বাস্তবিক দৃষ্টিতে, আফগানিস্তানের বিপক্ষে জিততেই হবে এমন কোনো ব্যাপার নেই। ফাইনাল নিশ্চিত আগেই। তাই এমন ম্যাচে আমিনুলকে খেলানোর ঝুঁকি নেওয়ার কোনো মানে নেই। কিন্তু বিশ্ব ক্রিকেটে খেলোয়াড়দের হাতে সেলাই নিয়ে মাঠে নেমে যাওয়ার উদাহরণ রয়েছে ভুরিভুরি। তবে সেটা দেওয়ালে পিঠ ঠেকার মতো অবস্থা হলেই।
অন্যদিকে, এদিন শুরু থেকেই অনুশীলন করেছেন স্পিনার তাইজুল ইসলাম। নেটে বল করেছেন, করেছেন ফ্রি বোলিংও। তাতে আপাত দৃষ্টিতে এটা ধারণা করা গেছে যে, আমিনুলের পরিবর্তে আফগানদের বিপক্ষে এই বাঁহাতি স্পিনারকেই বাংলাদেশের একাদশে দেখা যেতে পারে।
Comments