খালেদ যুবলীগ থেকে বহিষ্কার
দলের নিয়ম ভাঙা ও অবৈধ কাজে জড়িত থাকার অভিযোগে যুবলীগের ঢাকা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভুঁইয়াকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের এক সূত্র দ্য ডেইলি স্টারকে জানান, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক খালেদকে বহিষ্কার করে একটি চিঠি ইস্যু করেছেন।
গতকাল অস্ত্র ও মাদকের মামলায় খালেদকে সাতদিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এর আগে, গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর ফকিরাপুলের ইয়ংমেনস ক্লাবে অবৈধ ক্যাসিনো ব্যবসা চালানোর অভিযোগে খালেদকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আরও পড়ুন:
Comments