ব্রাজিল দলে তিন নতুন মুখ, ফিরলেন জেসুস, বাদ ভিনিসিয়ুস
আগামী মাসে খেলতে যাওয়া দুটি প্রীতি ম্যাচের জন্য ঘোষিত ব্রাজিল স্কোয়াডে জায়গা পেয়েছেন নতুন তিন ফুটবলার। তারা হলেন অ্যাথলেটিকো পারানেঞ্জের গোলরক্ষক সান্তোস, অ্যাতলেটিকো মাদ্রিদের লেফট ব্যাক রেনান লোদি ও গ্রেমিওর মিডফিল্ডার ম্যাথেউস হেনরিকে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সেলেকাওদের ২৩ সদস্যের নাম জানিয়ে দিয়েছেন কোচ তিতে। সবশেষ কোপা আমেরিকার ফাইনালে লাল কার্ড দেখার কারণে পাওয়া দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে জায়গা পেয়েছেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। তবে বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদের উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র।
দলে ফিরেছেন ২০১৬ সালে শেষবার ব্রাজিলের জার্সি গায়ে চড়ানো স্ট্রাইকার গ্যাব্রিয়েল বারবোসা ও ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বে খেলা সেন্টার ব্যাক রদ্রিগো কাইয়ো। দুজনেই স্থানীয় ক্লাব ফ্ল্যামেঙ্গোতে খেলে থাকেন।
সিঙ্গাপুরের মাটিতে আগামী ১০ অক্টোবর সেনেগাল ও ১৩ অক্টোবর নাইজেরিয়ার মুখোমুখি হবে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
২৩ সদস্যের ব্রাজিল স্কোয়াড:
গোলরক্ষক: এদারসন (ম্যানচেস্টার সিটি), সান্তোস (অ্যাথলেটিকো পারানেঞ্জে), ওয়েভারতন (পালমেইরাস);
ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস), দানি আলভেজ (সাও পাওলো), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), দানিলো (জুভেন্টাস), মার্কুইনহোস (পিএসজি), থিয়াগো সিলভা (পিএসজি), রেনান লোদি (অ্যাতলেটিকো মাদ্রিদ), রদ্রিগো কাইয়ো (ফ্ল্যামেঙ্গো);
মিডফিল্ডার: আর্থুর (বার্সেলোনা), কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনহো (লিভারপুল), লুকাস পাকুয়েতা (এসি মিলান), ফিলিপ কুতিনহো (বায়ার্ন মিউনিখ), ম্যাথেউস হেনরিকে (গ্রেমিও);
ফরোয়ার্ড: নেইমার (পিএসজি), রিচার্লিসন (এভারটন), রবার্তো ফিরমিনো (লিভারপুল), গ্যাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), গ্যাব্রিয়েল বারবোসা (ফ্ল্যামেঙ্গো), এভারতন (গ্রেমিও)।
Comments