ইংল্যান্ডের সব ফরম্যাটের কেন্দ্রীয় চুক্তিতে আর্চার

গেল মে মাসে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে জোফরা আর্চারের। এরই মধ্যে ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে নিজেকে প্রমাণ করেছেন এই গতিময় পেসার। অল্প সময়েই ইংল্যান্ড দলের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছেন তিনি। সাফল্যের স্বীকৃতিস্বরূপ দেশটির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা মিলেছে তার।
archer
জোফরা আর্চার। ছবি: এএফপি

গেল মে মাসে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে জোফরা আর্চারের। এরই মধ্যে ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে নিজেকে প্রমাণ করেছেন এই গতিময় পেসার। অল্প সময়েই ইংল্যান্ড দলের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছেন তিনি। সাফল্যের স্বীকৃতিস্বরূপ দেশটির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা মিলেছে তার।

বার্বাডোজে জন্ম নেওয়া ২৪ বছর বয়সী আর্চার আলো ছড়িয়ে চলেছেন আন্তর্জাতিক অঙ্গনে পা রাখার পর থেকে। ঘরের মাটিতে ইংল্যান্ডের প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের পথে অনবদ্য অবদান রেখেছিলেন তিনি। ১১ ম্যাচে ২০ উইকেট নিয়ে তিনি ছিলেন আসরের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। এরপর সবশেষ অ্যাশেজে নিজের অভিষেক টেস্ট সিরিজে ৪ ম্যাচ খেলেই তিনি দখল করেন ২২ উইকেট। এমন দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ২০১৯-২০ মৌসুমের তিন ফরম্যাটের (লাল ও সাদা বলের) কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত হয়েছেন আর্চার।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। দলটির নির্বাচকরা লাল বলের (টেস্টের) চুক্তিতে রেখেছেন ১০ জনকে। সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টির) চুক্তিতে আছেন ১২ জন। ছয় ক্রিকেটার লাল ও সাদা বলের অর্থাৎ তিন ফরম্যাটের কেন্দ্রীয় চুক্তিতেই জায়গা পেয়েছেন। আর্চার ছাড়া বাকিরা হলেন- জনি বেয়ারস্টো, জস বাটলার, জো রুট, বেন স্টোকস ও ক্রিস ওকস।

অ্যাশেজে তৃতীয় সর্বোচ্চ রান করায় লাল বলের কেন্দ্রীয় চুক্তিতে আছেন ওপেনার ররি বার্নস। আরেক ব্যাটসম্যান জো ডেনলি প্রথমবারের মতো সাদা বলের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন। মইন আলি ও আদিল রশিদও কেবল সাদা বলের চুক্তিতে আছেন। অ্যাশেজের প্রথম টেস্ট খেলে বাদ পড়ে গিয়েছিলেন মইন। আর রশিদ সবশেষ টেস্ট খেলেছিলেন চলতি বছরের জানুয়ারিতে।

টেস্টে এখনও নিজেকে প্রমাণ করতে না পারা জেসন রয় আছেন সাদা বলের কেন্দ্রীয় চুক্তিতে। বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগানও কেবল ওয়ানডে ও টি-টোয়েন্টির চুক্তিতে জায়গা পেয়েছেন। তবে এই তালিকা থেকে বাদ পড়েছেন অ্যালেক্স হেলস, লিয়াম প্লাঙ্কেট ও ডেভিড উইলি। বোর্ডের এমন সিদ্ধান্তে হতাশা জানিয়েছেন প্লাঙ্কেট। চোটের কারণে অ্যাশেজ থেকে ছিটকে যাওয়া অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন অবশ্য লাল বলের চুক্তিতে জায়গা ধরে রেখেছেন।

কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা:

লাল ও সাদা বলের কেন্দ্রীয় চুক্তি: জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, জস বাটলার, জো রুট, বেন স্টোকস, ক্রিস ওকস;

লাল বলের কেন্দ্রীয় চুক্তি: জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, স্যাম কারান;

সাদা বলের কেন্দ্রীয় চুক্তি: মইন আলি, জো ডেনলি, ইয়ন মরগান, আদিল রশিদ, জেসন রয়, মার্ক উড;

ইনক্রিমেন্টাল চুক্তি: আছেন টম কারান ও জ্যাক লিচ।

Comments

The Daily Star  | English

Mirpur-10 metro station to reopen tomorrow

Mohammad Abdur Rouf, managing director of Dhaka Mass Transit Company Ltd, revealed the information in a press conference

1h ago