বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের ওপর ‘উপাচার্য সমর্থক’দের হামলা
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে।
আজ (২১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরের কয়েকটি স্থানে ‘উপাচার্য সমর্থিত দুর্বৃত্তরা’ এই হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাস এলাকার বাইরে শহরের গোবড়া মসজিদের সামনে, বালুরমাঠ, সোবহান সড়ক এবং সোনাকুড় এলাকায় উপাচার্য সমর্থিত দুর্বৃত্তরা এই হামলা চালায়। এতে আন্দোলনরত ৩০ শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরত তিন সাংবাদিক আহত হয়েছেন।
ওইসময় শিক্ষার্থীদের ছোঁড়া ইটের আঘাতে পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।
দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, “অন্য হামলাগুলোর বিষয়ে আমি কিছু জানি না।”
এছাড়াও, স্থানীয় প্রশাসনের সহায়তায় গণপরিবহন কর্তৃপক্ষ রাস্তায় যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তাদের আন্দোলনে যোগ দিতে বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
আরও পড়ুন:
বশেমুরবিপ্রবিতে পূজার আগাম ছুটি, হল না ছাড়ার ঘোষণা শিক্ষার্থীদের
Comments