বায়ার্নের জার্সিতে প্রথম গোলেই ইতিহাসের পাতায় কুতিনহো
বড় অঙ্কের অর্থের বিনিময়ে বার্সেলোনায় যোগ দিলেও থিতু হতে পারেননি ফিলিপ কুতিনহো। গেল মৌসুমের শেষভাগে ফর্ম পড়ে যাওয়ায় তার নতুন ঠিকানা হয়েছে বায়ার্ন মিউনিখ। লা লিগা চ্যাম্পিয়নদের থেকে ধারে তাকে দলে নিয়েছে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। বাভারিয়ানদের জার্সিতে কুতিনহো নিজের প্রথম গোলের দেখা পেয়েছেন শনিবার রাতে (২১ সেপ্টেম্বর)। আর এতেই তৈরি হয়েছে ইতিহাস। ইউরোপের শীর্ষ চার লিগেই গোল করা ফুটবলারদের বিরল তালিকায় নিজের নাম যোগ করেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা, ইতালিয়ান সিরি আ ও জার্মান বুন্দেসলিগা- ইউরোপের সেরা চারটি ঘরোয়া লিগ প্রতিযোগিতা। এর প্রতিটিতেই লক্ষ্যভেদ করার নজির এতদিন ছিল কেবল চারজনের। ইতিহাসের মাত্র পঞ্চম ফুটবলার হিসেবে কুতিনহো সেই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। তবে চমকপ্রদ ব্যাপার হলো, তিনি ছাড়া বড় কোনো তারকার নাম নেই সেখানে। কুতিনহোর আগে অনবদ্য কীর্তি গড়া বাকিরা হলেন- স্পেনের বোজান কিরকিচ, ঘানার কেভিন-প্রিন্স বোয়েটাং, নেদারল্যান্ডসের জোনাথান ডে গুজমান ও নাইজেরিয়ার ওবাফেমি মার্টিনস।
২৭ বছর বয়সী কুতিনহো সিরি আতে ইন্টার মিলানের হয়ে ২৮ ম্যাচে গোল করেছেন ৩টি। প্রিমিয়ার লিগে লিভারপুলের জার্সিতে ১৫২ ম্যাচে তার গোলসংখ্যা ৪১টি। লা লিগায় এস্পানিয়ল ও বার্সেলোনার হয়ে ৬৮ ম্যাচ খেলে তিনি গোল পেয়েছেন ১৮টি। চলতি মৌসুমের শুরুতে বুন্দেসলিগায় পা রেখে বায়ার্নের হয়ে চতুর্থ লিগ ম্যাচে কুতিনহো প্রথম গোলের দেখা পেয়েছেন এফসি কোলনের বিপক্ষে। স্পট-কিক থেকে লক্ষ্যভেদ করেন তিনি।
কুতিনহোর স্মরণীয় রাতে বিশাল জয় পেয়েছে জার্মান ক্লাব ফুটবলের সবচেয়ে সফলতম দলটি। তারা ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে কোলনকে। ম্যাচে জোড়া গোল করেন ফর্মের তুঙ্গে থাকা পোলিশ স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কি। ৯ গোল নিয়ে চলমান লিগের গোলদাতাদের তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। বাকি গোলটি করেন ক্রোয়েশিয়ান উইঙ্গার ইভান পেরিসিচ। ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগার পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বায়ার্ন। শীর্ষে থাকা আরবি লাইপজিগের অর্জন ১৩ পয়েন্ট।
Comments