পদ্মায় মিললো ২৮ বোতল বিদেশি মদ
পাবনায় পদ্মা নদীতে মিলেছে ২৮ বোতল বিদেশি মদ। নদীতে মাছ ধরার সময় জেলেদের জালে একটি ড্রাম ধরা পড়লে সেই ড্রামের মধ্যে মদের বোতলগুলো পাওয়া যায়।
আমাদের পাবনা সংবাদদাতা জানান, জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ফেরিঘাট এলাকায় আজ (২২ সেপ্টেম্বর) বিকালে একদল জেলে মাছ ধরার জন্যে ফেললে তারা একটি ড্রামের সন্ধান পান। জেলেদের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে এসে ড্রাম খুলে ২৮ বোতল বিদেশি মদ পান।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা ঘটনাটি নিশ্চিত করে বলেন, কে বা কারা মদের বোতলগুলো ফেলে গেছেন তা তদন্ত করা হবে। এই মুহূর্তে বিস্তারিত কিছু বলা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
Comments