কাশ্মীর নিয়ে মধ্যস্থতা করতে পারি: ট্রাম্প
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকের সময় আবারো ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে মধ্যস্থতা করার প্রস্তাব দিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
আজ (২৪ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, ইমরান খানের সঙ্গে বৈঠকের শুরুতে ট্রাম্প বলেন, “যদি ইমরান খান এবং ভারতের প্রধানমন্ত্রী মোদি জম্মু-কাশ্মীর নিয়ে তার মধ্যস্থতা চান, তাহলে তিনি তা করতে ইচ্ছুক।”
এ নিয়ে মার্কিন রাষ্ট্রপতি তৃতীয়বারের মতো মধ্যস্থতা করার ইচ্ছা প্রকাশ করলেন।
তিনি মধ্যস্থতায় রাজি কী না?- এমন প্রশ্ন রাখা হলে ট্রাম্প বলেন, “আমি প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম। এটি একটি জটিল বিষয়। এটি দীর্ঘদিন ধরে চলছে। তবে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইমরান খান উভয়েই চান, তাহলে আমি তা করতে রাজি আছি।”
ট্রাম্প আরো বলেন, “আমি মনে করি, আমি একজন ভালো মধ্যস্থতাকারী হবো।”
উল্লেখ্য, এর আগেও ইমরান খানের সঙ্গে বৈঠককালে ট্রাম্প ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে মধ্যস্থতার কথা বলেছিলেন। কিন্তু, জম্মু-কাশ্মীর দ্বিপাক্ষিক ইস্যু- এমন দাবিতে অনড় ভারত ট্রাম্পের প্রস্তাবে ‘না’ বলে দেয়।
Comments