ফিফা বর্ষসেরা গোলরক্ষক অ্যালিসন
২০১৮-১৯ মৌসুমটা স্বপ্নের মতো কাটানোর স্বীকৃতি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকেও পেলেন অ্যালিসন বেকার। লিভারপুলের এই ব্রাজিলিয়ান গোলরক্ষক জিতেছেন ২০১৯ সালের ফিফা বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার।
সোমবার রাতে ইতালির মিলানে অপেরা হাউজ লা স্কালায় ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে ছেলেদের বছরের সেরা গোলরক্ষক হিসেবে ২৬ বছর বয়সী অ্যালিসনের নাম ঘোষণা করা হয়। মেয়েদের বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন আর্সেনালের ডাচ গোলরক্ষক সারি ভ্যান ভেনেনডাল।
বর্ষসেরা গোলরক্ষকের তিনজনের সংক্ষিপ্ত তালিকায় আরও ছিলেন অ্যালিসনের জাতীয় দলের সতীর্থ ও ম্যানচেস্টার সিটির এদারসন ও বার্সেলোনার মার্ক-আন্দ্রে টের স্টেগেন। তাদেরকে পেছনে ফেলে সেরার মুকুট জিতে নিয়েছেন তিনি।
গেল মৌসুমে ব্যক্তিগত ও দলগত- উভয়ক্ষেত্রেই চোখ ধাঁধানো সাফল্য পান অ্যালিসন। লিভারপুলের হয়ে জেতেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। এরপর ব্রাজিলের জার্সিতে ঘরের মাঠে কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ নেন। তবে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা অল্পের জন্য হাতছাড়া করে লিভারপুল। ৯৭ পয়েন্ট নিয়ে হয় রানার্সআপ।
গোলপোস্টের অতন্দ্র প্রহরী অ্যালিসন গেল মাসে চ্যাম্পিয়ন্স লিগের ২০১৮-১৯ মৌসুমের সেরা গোলরক্ষক নির্বাচিত হন। এছাড়া প্রিমিয়ার লিগ ও কোপা আমেরিকায় সবচেয়ে বেশি ক্লিন শিট রাখায় দুটি প্রতিযোগিতার সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লোভও জেতেন তিনি।
Comments