ফিফা দ্য বেস্ট : কার বাক্সে কার ভোট?

ইতালির মিলানে অপেরা হাউজ লা স্কালায় সোমবার রাতে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিভিন্ন ক্যাটাগরিতে সেরাদের বেছে নিয়ে পুরস্কৃত করা হয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থার জমকালো আয়োজনে। রেকর্ড ষষ্ঠবারের মতো বর্ষসেরার পুরস্কার ফিফা দ্য বেস্ট জিতেছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এরপর যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন লিভারপুলের ডাচ ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক ও জুভেন্টাসের পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো।
messi
ফিফা দ্য বেস্ট মেন'স প্লেয়ার অ্যাওয়ার্ড হাতে মেসি। ছবি: ফিফা দ্য বেস্ট টুইটার

ইতালির মিলানে অপেরা হাউজ লা স্কালায় সোমবার রাতে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিভিন্ন ক্যাটাগরিতে সেরাদের বেছে নিয়ে পুরস্কৃত করা হয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থার জমকালো আয়োজনে। রেকর্ড ষষ্ঠবারের মতো বর্ষসেরার পুরস্কার ফিফা দ্য বেস্ট জিতেছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এরপর যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন লিভারপুলের ডাচ ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক ও জুভেন্টাসের পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো।

মিলানের অনুষ্ঠানে ছিল তারকাদের সরব উপস্থিতি। তবে নামিদামি ফুটবলার-কোচদের ভিড়ে অনুপস্থিত ছিলেন রোনালদো। গেল বছরও ফিফার বর্ষসেরা অনুষ্ঠানে অংশ নেননি ৩৪ বছর বয়সী তারকা। ফলে বর্ষসেরা ফুটবলারের তিনজনের সংক্ষিপ্ত তালিকায় থাকা ভ্যান ডাইকের সামনে দিয়ে মঞ্চে উঠে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর হাত থেকে পুরস্কার নেন মেসি।

মূলত গেল মৌসুমের পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচন করা হয়েছে বর্ষসেরা। ২০১৮ সালের ১৬ জুলাই থেকে ২০১৯ সালের ১৯ জুলাই পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। সেরা ফুটবলার বেছে নিতে সারা বিশ্বের ফুটবল ভক্তরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। ফিফার সদস্য জাতীয় দলগুলোর কোচ, অধিনায়ক ও একজন করে সাংবাদিকও ভোট দিয়েছেন। এরপর মনোনীতদের মধ্য থেকে বর্ষসেরা নির্বাচন করেছেন ফিফার একটি বিশেষজ্ঞ প্যানেল।

মনোনয়ন পাওয়া মেসি-রোনালদো-ভ্যান ডাইক ভোট দিতে পেরেছেন, তবে নিজেদের বাদে। মেসি তার সেরা তিনে রোনালদোকে রাখলেও পর্তুগিজ তারকা তেমনটা করেননি। বার্সা অধিনায়ক তার প্রথম ভোটটি দিয়েছেন লিভারপুলের সাদিও মানেকে। এরপর রোনালদোকে দ্বিতীয় ও ক্লাব সতীর্থ ফ্রেংকি ডি ইয়ংকে তৃতীয় ভোটটি দিয়েছেন। রোনালদো ভোট দিয়েছেন যথাক্রমে মাথাইস ডি লিট, ডি ইয়ং এবং কিলিয়ান এমবাপেকে। ভ্যান ডাইকের প্রথম পছন্দ ছিলেন মেসি। এরপর দুই ক্লাব সতীর্থ মোহামেদ সালাহ ও মানেকে বেছে নিয়েছেন তিনি।

উল্লেখ্য, ভোটে পছন্দের প্রথম খেলোয়াড় পাঁচ, দ্বিতীয়জন তিন ও তৃতীয়জন এক পয়েন্ট পেয়ে থাকেন। সবমিলিয়ে মেসি ৪৬ শতাংশ পয়েন্ট পেয়ে টেক্কা দেন বাকি দুজনকে। চার বছর পর ফের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তিনি। ভ্যান ডাইক ৩৮ শতাংশ ও রোনালদো ৩৬ শতাংশ পয়েন্ট পেয়েছেন।

এক নজরে উল্লেখযোগ্য কোচ-অধিনায়কদের ভোট (বাম থেকে ডানে ক্রম অনুসারে)

গ্যারেথ সাউথগেট (ইংল্যান্ড কোচ)

মেসি, রোনালদো, ভ্যান ডাইক

রায়ান গিগস (ওয়েলস কোচ)

রোনালদো, মেসি, ভ্যান ডাইক

হ্যারি কেন (ইংল্যান্ড অধিনায়ক)

মেসি, ভ্যান ডাইক, রোনালদো

লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া অধিনায়ক)

রোনালদো, হ্যাজার্ড, মেসি

হুগো লরিস (ফ্রান্স অধিনায়ক)

মেসি, রোনালদো, এমবাপে

সার্জিও রামোস (স্পেন অধিনায়ক)

হ্যাজার্ড, রোনালদো, সালাহ

মানুয়েল নয়্যার (জার্মানি অধিনায়ক)

ভ্যান ডাইক, মানে, হ্যাজার্ড

হিউং-মিন সন (দক্ষিণ কোরিয়া অধিনায়ক)

কেন, ভ্যান ডাইক, রোনালদো।

Comments

The Daily Star  | English

DHL, Daily Star honour five business luminaries for outstanding achievements

The theme of this year's event is "Bangladesh on the rebound".

2h ago