রোনালদোকে ছাড়াই জিতল জুভেন্টাস

দলের সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়াই নবাগত ব্রেসসিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল টানা আট বারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। কিন্তু শুরুতেই পিছিয়ে পড়ে দলটি। তবে পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় আদায় করে নিয়েছে। ব্রেসসিয়াকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে সিরিএ'তে শীর্ষে উঠে এসেছে দলটি।
ছবি: এএফপি

দলের সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়াই নবাগত ব্রেসসিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল টানা আট বারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। কিন্তু শুরুতেই পিছিয়ে পড়ে দলটি। তবে পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় আদায় করে নিয়েছে। ব্রেসসিয়াকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে সিরিএ'তে শীর্ষে উঠে এসেছে দলটি।

ম্যাচের চতুর্থ মিনিটেই জুভেন্টাস গোলরক্ষক ভয়চেক সেজনির ভুলে গোল খেয়ে বসে জুভেন্টাস। রুমোলুর কাছ থেকে বল পেয়ে ডি-বক্সে ঢুকে জোরালো এক শট নেন ব্রেসসিয়ার ইতালিয়ান ফরোয়ার্ড আলফ্রেদো দোন্নারুমা। বলের লাইনেই ছিলেন সেজনি। কিন্তু বিস্ময়করভাবে হাতে লেগে বল জালে ঢুকে গেলে শুরুতেই পিছিয়ে পড়ে অতিথিরা।

গোল খেয়ে তা শোধ করতে মরিয়া হয়ে পড়ে জুভেন্টাস। একের পর এক আক্রমণ করতে থাকে দলটি। নবম মিনিটে পাওলো দিবালার শট এক ডিফেন্ডার ফেরালে আলগা বল পেয়ে জোরালো শট নিয়েছিলেন আদ্রিয়ান রাবিউত। কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ১২তম মিনিটে গঞ্জালো হিগুয়েইনের কোণাকোণি শট ঝাঁপিয়ে পরে ঠেকিয়ে দেন গোলরক্ষক জেসে জোরোনেন। পরের মিনিটে অ্যারন রামসির হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

১৭তম মিনিটে দিবালার কাছ থেকে বল পেয়ে দারুণ এক কোণাকোণি শট নিয়েছেন সামি খেদিরা। কিন্তু তার শট বারপোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। ২৬তম মিনিটে হুয়ান কুয়াদরাদোর ক্রসে হিগুয়েইন মাথা লাগাতে পারলেই গোল পেতে পারতো জুভেন্টাস। হিগুয়াইন। ৩০তম মিনিটে ব্যবধান বাড়াতে পারতো ব্রাসসিয়া। তবে এবার কোন ভুল করেননি গোলরক্ষক সেজনি। ফ্রিকিক থেকে নেওয়া মারিও বালেতেল্লির জোরালো শট ঝাঁপিয়ে পরে কোন মতে ঠেকান এ গোলরক্ষক।

৪০তম মিনিটে সমতায় ফেরে জুভেন্টাস। কুয়াদরাদোর কর্নার ঠেকাতে গিয়ে উল্টো নিজেদের জালে বল জড়িয়ে দেন ডিফেন্ডার জন চান্সেলর। দুই মিনিট পর আরও একটি দারুণ ফ্রিকিক নিয়েছিলেন বালেতেল্লি। কিন্তু অল্পের জন্য তা লক্ষ্যভ্রষ্ট হয়। ফলে সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

৫৫তম মিনিটে এগিয়ে যেতে জুভেন্টাস। অতিথিদের আক্রমণে জটলার মধ্যে ফাঁকায় বল পেয়ে দারুণ শট নিয়েছিলেন হিগুয়েইন। কিন্তু গোললাইন থেকে ফিরিয়ে দেন প্রতিপক্ষ এক খেলোয়াড়। পাঁচ মিনিট পর দিবালার শট দারুণ দক্ষতায় বাঁদিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক জোরোনেন। তবে ৬৩তম মিনিটে জুভেন্টাসকে আর আটকে রাখতে পারেননি তিনি। মিরালেম পিয়ানিচের ফ্রিকিক দেয়ালে লেগে ফিরে আসলে ফিরতি বলে মাটি কামড়ানো জোরালো শটে লক্ষ্যভেদ করেন তিনি।

দুই মিনিট পর সমতায় ফিরতে পারতো ব্রাসসিয়াও। দানিয়েল দাসিনোর শট অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। ৭৮তম মিনিটে জুভেন্টাসকে রক্ষা করেন সেজনি। ডিবক্সের মধ্যে ব্রুনো মারতেল্লার জোরালো শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন তিনি। এরপরও সুযোগ পেয়েছিল দুই দল। কিন্তু গোল আদায় করে নিতে পারেনি। ফলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে জুভেন্টাস।

Comments

The Daily Star  | English
Pro-Awami League journalist couple arrested

The indiscriminate arrests and murder charges

Reckless and unsubstantiated use of murder charges will only make a farce of the law, not bring justice to those who deserve it.

4h ago