জাতীয় লিগ খেলতে তারকারা সবাই ‘সিরিয়াস’
জাতীয় দলের খেলা থাকলে অনেক সময়ই জাতীয় লিগ খেলতে পারেন না প্রথম সারির ক্রিকেটাররা। কিন্তু অনেক সময় জাতীয় দলের খেলা না থাকলেও জাতীয় লিগ খেলতে দেখা যায় না তাদের। নানান অজুহাতে ঘরোয়া প্রথম শ্রেণীর এই আসর এড়িয়ে যাওয়ার প্রবণতা প্রবল। তবে এবার হতে যাচ্ছে ব্যতিক্রম। ভারত সফর সামনে থাকায় জাতীয় লিগ বেশ গুরুত্বের সঙ্গেই দেখছেন ক্রিকেটাররা। অধিনায়ক সাকিব আল হাসান ছাড়া বাকি সবাই লিগ খেলার প্রস্তুতি নিচ্ছেন।
৫ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা আছে জাতীয় লিগের এবারের আসর। অক্টোবরের শেষ সপ্তাহে বাংলাদেশের ভারত সফরের আগে জাতীয় দলের ক্রিকেটাররা খেলতে পারবেন জাতীয় লিগ। ভারতের টি-টোয়েন্টি সিরিজে থাকা ক্রিকেটাররা খেলবেন প্রথম দুই রাউন্ড। টেস্ট স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মিলবে প্রথম তিন রাউন্ডে।
ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ভেস্তে যাওয়ার পর জাতীয় লিগ খেলা নিজেদের ভাবনার কথা জানান মাহমুদউল্লাহ, ‘সবাই কমবেশি সিরিয়াস (জাতীয় লিগ খেলার ব্যাপারে)। আমরা ক্রিকেট খেলতে চাই সেটা এনসিএল (জাতীয় ক্রিকেট লিগ) হোক, বিসিএল হোক যেহেতু এটা আমাদের ব্রেড এন্ড বাটার। যেখানেই খেলি, যে ফরম্যাটে খেলি আমাদের পারফর্ম করতে হবে। কারণ পারফর্ম না করলে হয়তবা প্রশ্ন আসবে।’
‘আজ যখন বৃষ্টি হচ্ছিল তখনো আমরা এনসিএল নিয়ে কথা বলছিলাম। কে কোন দলে খেলবে, কার খেলা কোথায়। আমার মনে হয় সবাই খেলবে এবং পারফর্ম করার চেষ্টা করবে।’
বিশ্রাম কাটিয়ে জাতীয় লিগের জন্য ইতিমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছেন তামিম ইকবাল। ভারত সফরের প্রস্তুতি হিসেবে জাতীয় লিগকে বেশ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে তার।
তবে ২০১৫ সালের পর আর জাতীয় লিগ না খেলা সাকিব ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে যাওয়ায় থাকছেন না এবারের লিগেও।
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট চলাকালীন জাতীয় লিগের মান নিয়ে অবশ্য প্রশ্ন তুলেছিলেন বাংলাদেশ অধিনায়ক। মঙ্গলবার রাতে ফাইনাল পরিত্যক্ত হওয়ার পর তিনি জানিয়েছেন, সিপিএল খেলেই নিতে চান ভারত সফরের প্রস্তুতি।
Comments