পাইপলাইন পরখ করতে ‘এ’ দলের সফরে প্রধান কোচ
ত্রিদেশীয় সিরিজ শেষ হয়েছে। আপাতত ফুরিয়েছে জাতীয় দলের ক্রিকেটারদের ব্যস্ততা। তবে ব্যস্ততা কমেনি বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর। শ্রীলঙ্কা সফরে থাকা ‘এ’ দলের খেলা দেখতে পেস বোলিং কোচ শার্ল ল্যাঙ্গাফেল্টকে নিয়ে যোগ দিচ্ছেন তিনি। ‘এ’ দলের খেলায় নজর রাখতে যাচ্ছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিনও।
প্রধান নির্বাচক জানিয়েছেন, বুধবারই পেস বোলিং কোচকে নিয়ে শ্রীলঙ্কায় উড়াল দিচ্ছেন ডমিঙ্গো। ‘এ’ দলে ডাক পাওয়া নাজমুল হোসেন শান্ত আর প্রধান নির্বাচক শ্রীলঙ্কা যাবেন বৃহস্পতিবার।
দুটি চারদিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ খেলতে মুমিনুল হকের নেতৃত্বে কদিন আগেই শ্রীলঙ্কায় পৌঁছায় ‘এ’ দল। সোমবারই শুরু হওয়ার কথা ছিল সিরিজের প্রথম চারদিনের ম্যাচ। কিন্তু প্রথম দুদিনই বৃষ্টিতে ভেসে যাওয়ায় পরিত্যক্ত হয় ম্যাচটি। ৩০ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় চারদিনের ম্যাচ শুরু হওয়ার কথা।
‘এ’ দলে আছেন টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়া সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজরা। টেস্ট দলের নিয়মিত মুখ মুমিনুল তো আছেনই। আছেন টেস্ট দলের ওপেনার সাদমান ইসলাম। ডমিঙ্গো পরখ করার সুযোগ পাচ্ছেন নুরুল হাসান হোসান, জহুরুল ইসলামদের মতো ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মারদেরও।
আবু জায়েদ চৌধুরী রাহি, ইবাদত হোসেনের সঙ্গে শার্ল ল্যাঙ্গাফেল্ট যাচাই করতে পারবেন সালাউদ্দিন শাকিলের মতো ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স।
শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ ‘এ’ দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, জহুরুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, এনামুল হক, সৌম্য সরকার, আবু জায়েদ চৌধুরী, ইবাদত হোসেন, সানজামুল ইসলাম, রিশাদ হোসেন, সালাউদ্দিন সাকিল, মেহেদী হাসান রানা, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ।
Comments