‘দিল্লির কাছে মাথা নত করবে না মহারাষ্ট্র’
মহারাষ্ট্র রাজ্য দিল্লির কেন্দ্রীয় সরকারের কাছে মাথা নত করবে না হুমকি দিয়েছেন ভারতের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) সভাপতি শারদ পাওয়ার। বলেন, তিনি কখনো জেলে যাননি, সেই অভিজ্ঞতা হলে তার ভালোই লাগবে।
আজ (২৫ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত শরদ পাওয়ার জানান, রাজ্যে বিধানসভা নির্বাচনের ব্যস্ততা শুরু হওয়ার আগেই, দুর্নীতি বিরোধী গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে হাজিরা দেবেন।
বলেন, তিনি আগে কখনো জেলে যাননি, ফলে জেলে যাওয়ার অভিজ্ঞতা হলে, তিনি “আনন্দিত”হবেন। পাশাপাশি তিনি ঘোষণা দেন, “শিবাজীর মতোই দিল্লির কাছে মাথা নত করবে মহারাষ্ট্র।”
উল্লেখ্য, মহারাষ্ট্র রাজ্য সমবায় ব্যাঙ্কের ঋণ সংক্রান্ত ২৫ হাজার কোটি রুপির আর্থিক দুর্নীতি মামলায় নাম এসেছে ভারতের বর্ষীয়ান নেতা শারদ পাওয়ারের। তবে অভিযুক্ত হিসেবে তার নাম নেই। নাম রয়েছে তার ভাইপো অজিত পাওয়ারের।
Comments