বশেমুরবিপ্রবি

আরো এক সহকারী প্রক্টরের পদত্যাগ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সহকারী প্রক্টর ও ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ তরিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়টিতে তার সব প্রশাসনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।
BSMRSTU
২৬ সেপ্টেম্বর ২০১৯ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক খোন্দকার মোহাম্মদ নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সহকারী প্রক্টর ও ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ তরিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়টিতে তার সব প্রশাসনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।

বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলা ও প্রশাসনের ‘নিষ্ক্রিয়তার’ প্রতিবাদ হিসেবে তিনি তার প্রশাসনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন বলে জানান।

পদত্যাগপত্রে ড. মোহাম্মদ তরিকুল ইসলাম লিখেন, “… সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশাসনবিরোধী অহিংস আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর বহিরাগত সন্ত্রাসীরা অন্যায়ভাবে হামলা চালালে ২০ জনের বেশি শিক্ষার্থী আহত হয় যার মধ্যে আমার বিভাগের দুই শিক্ষার্থীও রয়েছে। কিন্তু, অত্যন্ত দুঃখ-ভারাক্রান্ত মনে জানাচ্ছি যে উক্ত অহিংস শিক্ষার্থী আন্দোলনের সময় অত্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্তৃপক্ষ কোনো রকম কার্যকর পদক্ষেপ নেয়নি বরং ছাত্রদের ওপর বহিরাগত সন্ত্রাসী লেলিয়ে দিয়েছেন বলে অভিযোগ রয়েছে এবং একই অভিযোগের জন্য সহকারী প্রক্টর পদে কর্মরত সামাজিক বিজ্ঞান বিভাগের সহকর্মী মো. হুমাযুন কবির পদত্যাগ করেন।”

“কিন্তু, তারপরও আমি কর্তৃপক্ষের কাছ থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপের অপেক্ষায় থাকি। এর মধ্যে জানতে পারি যে এমন ন্যক্কারজনক হামলার পরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো মামলা করেনি।”

ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি উল্লেখ করে তিনি আরো বলেন, “এমতাবস্থায়, একজন সহকারী প্রক্টর হিসেবে আমার সন্তানতুল্য শিক্ষার্থীদের ওপর হামলা ও প্রশাসন কর্তৃক দায়িত্ব অবহেলার প্রতিবাদে আমি আমার প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করছি।”

Comments

The Daily Star  | English

Political parties want road map to polls

Leaders of major political parties yesterday asked Chief Adviser Professor Muhammad Yunus for a road map to the reforms and the next general election.

1h ago