কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা নিহত, অস্ত্র-ইয়াবা উদ্ধার

gunfight logo
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

কক্সবাজার জেলার টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা পাচারকারী দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৭০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে।

আজ (২৭ সেপ্টেম্বর) ভোররাত চারটার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের জালিয়াপাড়াস্থ নাফ নদীর তীরে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

এতে বিজিবির তিন সদস্য আহত হয়েছেন বলে দাবি বিজিবির।

টেকনাফে বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান জানান, রাত দেড়টার দিকে হ্নীলায় বিজিবির একটি দল নিয়মিত টহল দিচ্ছিলো। সেসময় ৪/৫ জন লোক হস্তচালিত একটি নৌকায় মিয়ানমারের জলসীমা পার হয়ে বাংলাদেশের ভূখণ্ডে নামেন। বিজিবি সদস্যরা তাদের দেখতে পেয়ে সংকেত দিলে দুইজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

বিজিবি তাদের ধরার জন্য চেষ্টা করলে অস্ত্রধারীরা গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছুড়ে। উভয়পক্ষের মধ্যে ১০-১২ মিনিট গুলি বিনিময় হয়। নৌকায় অবস্থানরত অন্যান্য আরোহীরা গুলি করতে করতে এক পর্যায়ে দ্রুত নাফ নদী দিয়ে পালিয়ে যায়।

দুই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাটিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

নিহতরা রোহিঙ্গা নাগরিক বলে জানিয়ে তিনি আরও বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি বিজিবির আহত তিন সদস্যকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এখনও দুই রোহিঙ্গা যুবকদের পরিচয় পাওয়া যায়নি।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, বিজিবির পক্ষ থেকে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। পুলিশ মরদেহ দুইটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। নিহতদের নাম পরিচয় জানার জন্য চেষ্টা করা হচ্ছে বলেও জানান ওসি।

পরে ঘটনাস্থল তল্লাশি করে ৭০ হাজার ইয়াবা, একটি দেশীয় বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ ও একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়।

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Muhammad Yunus yesterday instructed all relevant authorities to complete preparations by December for the upcoming national election.

1h ago