সম্রাট আটক কী না, জানা যাবে শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, “তার (সম্রাট) সম্পর্কে আপনারা অনেক কিছুই বলছেন। তবে আমরা যেটা বলছি তাহলো- সম্রাট হোক আর যেই হোক, অপরাধ করলে তাকে আমরা আইনের আওতায় নেবো।”
samrat-4.jpg
ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, “তার (সম্রাট) সম্পর্কে আপনারা অনেক কিছুই বলছেন। তবে আমরা যেটা বলছি তাহলো- সম্রাট হোক আর যেই হোক, অপরাধ করলে তাকে আমরা আইনের আওতায় নেবো।”

আজ (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সরাসরি সম্রাটের আটক হওয়ার খবর প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “আপনারা দেখবেন, খুব শিগগিরই দেখবেন।”

সম্প্রতি দেশে ক্যাসিনোবিরোধী অভিযান শুরু করেছে র‌্যাব। এসব ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তভারও চলে যাচ্ছে র‌্যাবের হাতে। এতে করে পুলিশের ওপর প্রশাসনের আস্থাহীনতা প্রকাশ পাচ্ছে কী না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “যেহেতু অভিযানটি র‌্যাব শুরু করেছে, সেহেতু ক্যাসিনোর এগুলো (তদন্ত) তারাই করবে।”

এসময় আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “অভিযানের আওতায় এনে তথ্য ছাড়া অযথা কাউকে যেনো হয়রানি না করা হয়।”

আরও পড়ুন:

সম্রাটের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সম্রাট আসলে কোথায়?

Comments

The Daily Star  | English

Egg supplies take a hit

Wholesalers in Tejgaon, Ctg’s Pahartali halt selling

48m ago