বায়ার্নের জয়ের নায়ক কৌতিনহো
একটি করলেন, আরেকটি করালেন। শুরু থেকেই দারুণ খেলা ফিলিপ কৌতিনহোই বায়ার্ন মিউনিখের জয়ের মূল নায়ক। অবশ্য দারুণ অবদান রয়েছে সের্গে জিনাব্রি ও রবার্তো লেভানদোভস্কিও। জিনেব্রিও গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন। তাদের নৈপুণ্যে পাডাবর্ন ০৭'কে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে বুন্দাসলিগায় পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে জার্মান চ্যাম্পিয়নরা।
ম্যাচের পঞ্চদশ মিনিটে জিনাব্রির গোলে এগিয়ে যায় বায়ার্ন। সতীর্থর কাছ থেকে বল পেয়ে ডিবক্সের বাইরে থেকে দারুণ এক ক্রস করেন কৌতিনহো। তার ক্রস নিয়ন্ত্রণ করে দুরূহ কোণ থেকে দারুণভাবে লক্ষ্যভেদ করেন জিনেব্রি।
৫৫তম মিনিটে ব্যবধান বাড়ায় চ্যাম্পিয়নরা। জশোয়া কিমিচের দারুণ ক্রস আলতো টোকায় ডিবক্সের মধ্যে রাখেন জিনাব্রি। ফাঁকায় বল জালে পাঠানোর জন্য প্রয়োজন ছিল একটি টোকার। আর তা করতে কোন ভুল করেননি চলতি মৌসুমে বার্সেলোনা থেকে ধারে খেলতে আসা কৌতিনহো। বায়ার্নের হয়ে লিগে এটা তার দ্বিতীয় গোল।
৬৮তম মিনিটে ব্যবধান কমায় পাডাবর্ন। মোহাম্মদ ড্রাগেরের ক্রস বাঁপায়ে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের জোরালো এক কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন কাই প্রোগার।
৭৯তম মিনিটে ফের ব্যবধান বাড়ায় বায়ার্ন। নিকলাস সুলের থ্রু বল ধরে নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষকের মাথার উপর দিয়ে আলতো চিপে বল জালে পাঠান লেভানদোভস্কি। চলতি লিগে এটা তার দশম গোল।
পাঁচ মিনিট পর দারুণ এক গোল করে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন পাডাবর্নের জামিলু কলিন্স। প্রায় ৩৫ গজ দূর থেকে দূরপাল্লার দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন নিকারুগুয়ার এ ডিফেন্ডার। কিন্তু এরপর আর কোন গোল না হলে জয়ের তৃপ্তি নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।
লিগে ছয় ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে বায়ার্ন। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা লাইপজিগের সংগ্রহ ১৩ পয়েন্ট।
Comments