পাঁচ বছরের মধ্যে প্রবৃদ্ধি দুই অঙ্কে যাবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আজ ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এডিবি আয়োজিত ‘হারনেসিং ব্লকচেইন টেকনোলজি ফর ডেভেলপমেন্ট শীর্ষক’ সম্মেলনে বক্তৃতা করেন। ছবি: রেজাউল করিম বায়রন

আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দুই অঙ্কে উন্নীত হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেছেন, পদ্মা সেতু চালু হলে ১ শতাংশ প্রবৃদ্ধি বাড়বে। অন্যান্য মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন হয়ে গেলে অর্থনৈতিক প্রবৃদ্ধি দুই অঙ্কে পৌঁছাবে।

অর্থমন্ত্রী আজ ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সম্মেলনে প্রদত্ত বক্তৃতায় এই কথা বলেন। ‘হারনেসিং ব্লকচেইন টেকনোলজি ফর ডেভেলপমেন্ট শীর্ষক’ এই আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করেছে বাংলাদেশে এডিবির আবাসিক মিশন।

ম্যানিলাভিত্তিক আন্তর্জাতিক এই ব্যাংকটি এ মাসের শুরুর দিকেই বলেছিল যে চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনীতিতে ৮ শতাংশ প্রবৃদ্ধি দেখা যাবে।

নীতিনির্ধারক, ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসরকারি উদ্যোক্তাদের পাশাপাশি অস্ট্রেলিয়া, ভারত, সুইডেন ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা সম্মেলনে যোগ দিয়েছেন।

Comments

The Daily Star  | English
NBR officers retired by government

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

1h ago