পেঁয়াজ রপ্তানিতে ভারতে নিষেধাজ্ঞা
পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত সরকার। দেশটির অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় এই ব্যবস্থা নিলো দেশটির সরকার। রপ্তানি নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
ভারতের ভোক্তা মন্ত্রণালয় থেকে আজ এক বিবৃতিতে বলা হয়েছে, অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় কেন্দ্রীয় সরকার এই পণ্য মজুদে সীমা বেঁধে দেওয়ার পাশাপাশি রপ্তানি নিষেধাজ্ঞা জারি করেছে। সেই সঙ্গে মজুদদারি বন্ধ করতে রাজ্য সরকারগুলোকে অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলেও বিবৃতিতে বলা হয়।
এর আগে ১৩ সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানিতে টনপ্রতি ৮৫০ ডলার মূল্য বেঁধে দেয় ভারত। এর পরদিনই বাংলাদেশের বাজারে প্রতিকেজি পেঁয়াজের দাম এক লাফে বেড়ে যায়। রাজধানীর খুচরা বাজারে এখন সর্বোচ্চ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ।
সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ৪৫ টাকা দরে ট্রাকে করে পেঁয়াজ বিক্রি করছে।
Comments