গৃহবধূর অনন্য উদ্যোগ ‘ফুড ব্যাংক’
সিরাজগঞ্জের চৌহালি উপজেলা মারাত্মক বন্যা কবলিত এলাকা হিসেবে পরিচিত। সেখানকার প্রায় তিন হাজার বাসিন্দা বন্যায় ক্ষতির শিকার। নদীবিধৌত এলাকা হিসেবে সেখানে সরকারি ত্রাণ সেভাবে পৌঁছায় না। তাই ওই এলাকার মানুষের মধ্যে অভাব লেগেই থাকে।
ওই এলাকার বরাঙ্গাইল গ্রামের গৃহবধূ কোহিনুর বেগম। যিনি দরিদ্র মানুষদের কাছে ‘আশার আলো’ হিসেবে দেখা দিয়েছেন। অসহায় মানুষের জন্য কিছু করতে হবে- এমন ধারণা থেকে গ্রামের প্রায় ৪০ জন নারীকে নিয়ে দেড় বছর আগে গড়ে তুলেছেন ‘ফুড ব্যাংক’। প্রতি বেলায় রান্নার সময় একমুঠো চাল জমা করেন সদস্যরা। সপ্তাহ শেষে তা জমা দেন ফুড ব্যাংকের চেয়ারম্যান কোহিনুর বেগমের কাছে। এখান থেকে দরিদ্র মানুষদের মাঝে চাল বিলি করেন কোহিনুর।
বন্যার্তদের সাহায্যার্থেও কাজ করেন তিনি। মাঝে মধ্যে বিভিন্ন সদস্যরা তার কাছে অর্থও জমা রাখেন। বিভিন্ন জায়গা থেকে প্রাপ্ত অর্থও তিনি সমভাবে দরিদ্রদের মাঝে বিতরণ করেন।
কোহিনুর বেগম এখন স্থানীয়দের মাঝে ‘প্রেরণার উৎস’ হয়ে উঠেছেন বলে এলাকাবাসীরা জানান। বাল্যবিবাহ ও স্যানিটেশন নিয়েও কাজ করেছেন তিনি। ইতিমধ্যে তিনটি বাল্য বিয়ে ঠেকিয়ে দিয়েছেন কোহিনুর।
কখনও কারও বাড়িতে ঝগড়া-বিবাদ হলে, সেখানেও গিয়ে হাজির হন তিনি। একজন সচেতন সামাজিক নেতা হিসেবে এভাবেই নিরন্তর কাজ করে চলেছেন কোহিনুর বেগম।
Comments