জাবি উপাচার্যকে কালো পতাকা প্রদর্শন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা আজ উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে কালো পতাকা প্রদর্শন করেছেন। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে উপাচার্যের দুর্নীতির অভিযোগে চলমান আন্দোলনে আজ এই কর্মসূচি পালিত হয়।
‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা বলেছেন, আজ যেভাবে উপাচার্যকে কালো পতাকা দেখানো হয়েছে তেমনিভাবে তার পদত্যাগের আল্টিমেটামের শেষদিন আগামীকাল ‘লাল কার্ড’ দেখানো হবে।
আন্দোলনকারীরা আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে উপাচার্যকে কালো পতাকা প্রদর্শন করেন। বৃষ্টি উপেক্ষা করে তারা সেখানে ৩০ মিনিট অবস্থান করেন।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর উপাচার্যকে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অবাঞ্ছিত ঘোষণা করেন আন্দোলনকারীরা। সেই সঙ্গে পদত্যাগের জন্য ১ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। সেপ্টেম্বরের ২২ তারিখ থেকে ১ অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষা চলবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।
১ অক্টোবরের মধ্যে উপাচার্য পদত্যাগ না করলে বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডাকার ঘোষণা দিয়ে রেখেছেন আন্দোলনকারীরা।
ফারজানা ইসলাম উপাচার্য পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন দাবি করে আন্দোলনকারীদের একজন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মির্জা তসলিমা সুলতানা বলেছেন, পদত্যাগের পাশাপাশি তদন্ত সাপেক্ষে আমরা তার শাস্তি দাবি করছি। দুর্নীতির পাশাপাশি উপাচার্য বিভিন্ন সময় যৌন নিপীড়কদের পক্ষ নিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন:
মিথ্যা বলেছে ছাত্রলীগ, ‘চ্যালেঞ্জ’ ছুড়লেন জাবি উপাচার্য
আমরা ‘ন্যায্য পাওনা’ দাবি করেছিলাম: রাব্বানী
শিক্ষা নয়, জাবির আলোচনার বিষয় ‘২ কোটি টাকা’র ভাগ-বাটোয়ারা
‘২ কোটি টাকা ভাগের সংবাদে শিক্ষক হিসেবে খুব বিব্রত বোধ করি’
জাবি উপাচার্যের সঙ্গে ছাত্রলীগের ‘প্রশ্নবিদ্ধ বৈঠক’, টিআইবির উদ্বেগ
জাবি ছাত্রলীগের দলীয় কোন্দল ও সংঘর্ষের নেপথ্যে ৪৫০ কোটি টাকার নির্মাণ কাজ
Comments