গ্যালাতাসারাইয়ের বিপক্ষে ফিরছেন এমবাপে

মৌসুম শুরু হতে না হতেই হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়ে ছিটকে গিয়েছিলেন প্যারিস সেইন্ত জার্মেইর (পিএসজি) অন্যতম সেরা তারকা কিলিয়েন এমবাপে। তবে ইনজুরি সেরে লিগ ওয়ানে নিজেদের শেষ ম্যাচে বদলী খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছেন এ তরুণ। এবার চ্যাম্পিয়ন্স লীগেও ফিরছেন তিনি। আগামীকাল তুর্কি ক্লাব গ্যালাতাসারাইয়ের বিপক্ষেই মাঠে নামছেন বিশ্বকাপ জয়ী এ তারকা।
ছবি: এএফপি

মৌসুম শুরু হতে না হতেই হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়ে ছিটকে গিয়েছিলেন প্যারিস সেইন্ত জার্মেইর (পিএসজি) অন্যতম সেরা তারকা কিলিয়েন এমবাপে। তবে ইনজুরি সেরে লিগ ওয়ানে নিজেদের শেষ ম্যাচে বদলী খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছেন এ তরুণ। এবার চ্যাম্পিয়ন্স লীগেও ফিরছেন তিনি। আগামীকাল তুর্কি ক্লাব গ্যালাতাসারাইয়ের বিপক্ষেই মাঠে নামছেন বিশ্বকাপ জয়ী এ তারকা।

গ্যালাতাসারাইয়ের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচের জন্য ২১ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ টমাস টুখেল। সেখানে এমবাপেকে রেখেছেন তিনি। তবে এখনও সুস্থ না হয়ে ওঠায় নেই এদিসন কাভানি। আর নিষেধাজ্ঞার কারণে স্কোয়াডে নেই দলের আরেক সেরা তারকা নেইমারও।

গত ২৫ আগস্ট তুলুজের বিপক্ষে ম্যাচের ৬৬ মিনিটে হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে খেলা চালিয়ে যেতে পারেননি এমবাপে। একই ম্যাচে ইনজুরিতে পড়েন কাভানিও। এরপর প্রায় মাস খানেক শুশ্রূষার পর দুদিন আগে বোর্দোর বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন এমবাপে। রেখেছেন দলের জয়ে দারুণ ভূমিকা। নেইমারের করা ম্যাচের একমাত্র গোলের যোগানদাতা ছিলেন তিনি। গোল করার সহজ সুযোগ ছিল তারও। তবে সেটা কাজে লাগাতে পারেননি তিনি।

তবে দলের সেরা তারকাদের ছাড়া চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা দারুণ করেছে পিএসজি। নিজেদের প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদকে রীতিমতো উড়িয়ে দিয়েছে তারা। জোড়া গোল করেছেন আর্জেন্টাইন তারকা আনহেল দি মারিয়া। সবচেয়ে বড় কথা পুরো ম্যাচে তাদের ছিল একচ্ছত্র দাপট।

চ্যাম্পিয়ন্স লিগের গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে নাটকীয়ভাবে হেরে বাদ পড়ে যায় পিএসজি। সে ম্যাচে হারের পর এমবাপে জানিয়েছিলেন বেশ অনেক দিন নির্ঘুম রাত কাটিয়েছেন তিনি। এবার নতুন মৌসুমের শুরুটা করতে যাচ্ছেন গ্যালাতাসারাইয়ের বিপক্ষে।

পিএসজি স্কোয়াড: আদিল আউচিচে, হুয়ান বেরনাত, এরিক মাক্সিম চুপো-মটিং, আনহেল দি মারিয়া, আবদৌ দিয়ালো, ইদ্রিসা গায়ে, আন্দের হেরেরা, মাউরো ইকার্দি, গারিসন ইনসেন্ত, প্রেসনাল কিমপেম্বে, টাঙ্গুই কুয়াসি নিয়ানজু, লেইভিন কুরজাওয়া, মারকুইনোস, কিলিয়েন এমবাপে, টমাস মিউনিয়ের, কেইলর নাভাস, লিয়েন্ড্রো পারেদেস, সের্জিও রিকো, পাবলো সারাবিয়া, থিয়াগো সিলভা ও মার্কো ভারাত্তি।

Comments

The Daily Star  | English

Mirpur-10 metro station to reopen tomorrow

Mohammad Abdur Rouf, managing director of Dhaka Mass Transit Company Ltd, revealed the information in a press conference

40m ago