থানায় ‘নির্যাতনে’ মৃত্যু, পুলিশের দাবি হার্ট অ্যাটাক

হবিগঞ্জে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর ফারুক মিয়া নামের এক আসামির মৃত্যু হয়েছে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে পুলিশি নির্যাতনকে দায়ী করা হচ্ছে। তবে পুলিশের দাবি, ফারুক মিয়ার মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে।
রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

হবিগঞ্জে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর ফারুক মিয়া নামের এক আসামির মৃত্যু হয়েছে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে পুলিশি নির্যাতনকে দায়ী করা হচ্ছে। তবে পুলিশের দাবি, ফারুক মিয়ার মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে।

ব্যাংক চেক প্রত্যাখ্যান (চেক ডিজঅনার) মামলায় রোববার রাতে ফারুক মিয়াকে (৫০) গ্রেপ্তার করে হবিগঞ্জ সদর থানা পুলিশ। সোমবার হবিগঞ্জ হাসপাতালে তার মৃত্যু হয়। ফারুক মিয়ার বাড়ি হবিগঞ্জ পৌরসভার মোহনপুর এলাকায়।

ফারুক মিয়ার ছেলে মাশুক মিয়া অভিযোগ করে বলেন, গ্রেপ্তার করে নিয়ে গিয়ে থানায় আমার বাবার ওপর নির্যাতন চালায় পুলিশ। থানায় বাবার সঙ্গে আমাকে দেখা করতে দেওয়া হয়নি। পরে হাসপাতাল থেকে তার মৃত্যুর খবর আসে।

অভিযোগ অস্বীকার করে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাশুক আলী বলেন, পুলিশের হেফাজতে তার ওপর কেউ নির্যাতন করেনি। সকালে তার হার্ট অ্যাটাক হলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় হবিগঞ্জ সদর থানার সামনে রাস্তা আটকে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় লোকজন। তদন্ত সাপেক্ষে পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।

এ ব্যাপারে হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ উল্লাহ বলেন, অভিযোগ তদন্ত করব আমরা। ময়নাতদন্তে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Comments

The Daily Star  | English

Rab arrests ex-DMP chief Asaduzzaman

Rapid Action Battalion last night arrested the former Dhaka Metropolitan Police (DMP) commissioner Asaduzzaman Mia at Mohakhali in the capital.

1h ago