রংপুরে নির্বাচনী প্রচারে গিয়ে আহত ফখরুল
রংপুর-৩ আসনে উপনির্বাচনে দলের প্রার্থীর পক্ষে প্রচারে গিয়ে আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।
চলন্ত ট্রাকের ওপর পড়ে গিয়ে তার হাতে জখম হয়েছে। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান বিএনপি নেতা-কর্মীরা। ফখরুলের সঙ্গে থাকা বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বাম হাতে আঘাতের জায়গা থেকে রক্তক্ষরণ হওয়ায় সেখানে ব্যান্ডেজ করা হয়েছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুতে শূন্য রংপুর-৩ আসনে উপনির্বাচনে বিএনপির প্রার্থী রিটা রহমানের পক্ষে প্রচারে সোমবার দুপুরে রংপুর গিয়েছিলেন ফখরুল।
রংপুর-৩ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ৫ অক্টোবর।
এই নির্বাচনে ধানের শীষের রিটার প্রতিদ্বন্দ্বী রয়েছেন জাতীয় পার্টির সাদ এরশাদ ও স্বতন্ত্র প্রার্থী শাহরিয়ার আসিফ। আওয়ামী লীগ আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়ায় নৌকার কোনো প্রার্থী এখানে নেই।
Comments