জাতীয় দলের ক্রিকেটারদের নিয়েই মেয়েদের ‘এ’ দল
ভারতের মেয়েদের ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের মেয়েদের ‘এ’ দলে জায়গা পেয়েছেন জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই। আছেন রুমানা আহমেদ, ফাহিমা খাতুন, নিগার সুলতানাদের মতো ক্রিকেটার। নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন পূজা চক্রবর্তী, মুমতা হেনা হাসনাত আর ফারিহা ইসলাম।
মেয়েদের ক্রিকেটের পাইপলাইন মজবুত না হওয়ায় এর আগে কখনো ছিল না ‘এ’ দল। শুরুর দিকে তাই ‘এ’ দল অনেকটা জাতীয় দলের আদলই।
২ অক্টোবর তিনটি ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে ভারতের মেয়েরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪,৬ ও ৮ অক্টোবর হবে ওয়ানডে সিরিজ। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ১১, ১২ আর ১৪ অক্টোবর হবে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ।
দুটি সিরিজেই দলকে নেতৃত্ব দেবেন ব্যাটার শায়লা শারমিন, তার ডেপুটি উইকেটকিপার ব্যাটার নুজহাত তাসনিয়া। জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার রুমানা আর নিগার অবশ্য খেলবেন কেবল প্রথম ওয়ানডেতে। দুজনেই প্রথম ম্যাচ খেলেই অস্ট্রেলিয়ায় যাবেন বিগ ব্যাশ খেলতে।
জাতীয় দলের ক্রিকেটার তাতে অবশ্য ঘাটতি পড়ছে না। ফাহিমা, সানজিদা ইসলাম, রিতু মনি, খাদিজা-তুল-কুবরারা আছেনই। রুমানা আর নিগারের বদলে শেষ দুই ওয়ানডের জন্যই ডাক পেয়েছেন মুমতা হেনা হাসনাত ও ফারিহা ইসলাম।
পেসার পূজা অবশ্য আছেন পুরো সিরিজেই।
এক দিনের ম্যাচের বাংলাদেশ মহিলা ‘এ’ দল: শায়লা শারমিন (অধিনায়ক), নুজহাত তাসনিয়া (উইকেটরক্ষক), সানজিদা ইসলাম, শারমিন আক্তার, রিতু মণি, মুর্শিদা খাতুন, রুমানা আহমেদ (প্রথম ম্যাচ), নিগার সুলতানা (প্রথম ম্যাচ), ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, খাদিজা-তুল-কুবরা, সুরাইয়া আজমিন, পূজা চক্রবর্তী, শোভানা মুশতারী, ফারজানা হক, মুমতা হেনা হাসনাত (শেষ দুই ম্যাচ), ফারিহা ইসলাম (শেষ দুই ম্যাচ)।
টি-টোয়েন্টির বাংলাদেশ মহিলা ‘এ’ দল: শায়লা শারমিন (অধিনায়ক), নুজহাত তাসনিয়া (উইকেটরক্ষক), সানজিদা ইসলাম, শারমিন সুলতানা, রিতু মণি, মুর্শিদা খাতুন, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, খাদিজা-তুল-কুবরা, সুরাইয়া আজমিন, পুজা চক্রবর্তী, শোভানা মুশতারী, ফারজানা হক, মুমতা হেনা হাসনাত, ফারিহা ইসলাম।
Comments