মানুষকে লাইনে দাঁড় করিয়েছে পেঁয়াজ!
দেশের খুচরা বাজারে এক দিনের ব্যবধানে পেঁয়াজের দাম এক লাফে ৭১ শতাংশ বেড়ে গত কয়েক বছরের মধ্যে তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। কম টাকায় পেঁয়াজ কেনার জন্যে রাজধানীর অল্প কয়েকটি স্থানে রাষ্ট্রায়ত্ত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকে পেঁয়াজ বিক্রি করছে। গতকাল (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ের সামনে তেমন একটি ট্রাক থেকে কম দামে পেঁয়াজ কিনতে আসা মানুষের লম্বা লাইন।
ছবি: আনিসুর রহমান
Comments