লঙ্কানদের রান উৎসবের মাঝে মিরাজের ৫ উইকেট
আগের দিনই বিবর্ণ ছিলেন বাংলাদেশ ‘এ’ দলের বোলাররা। তাদের মলিন দশা কাটেনি শেষ দিনেও। শ্রীলঙ্কা ‘এ’ দলের ব্যাটসম্যানদের দাপটের মাঝে লম্বা স্পেলে বল করে ৫ উইকেট নিয়ে নিজেকে কিছুটা আলাদা করেছেন কেবল মেহেদী হাসান মিরাজ।
হাম্বানটুটায় সিরিজের প্রথম তিন দিনের ম্যাচ অনুমিতভাবেই হয়েছে ড্র। তবে বাংলাদেশ ‘এ’ দলের ৩৬০ রানের জবাবে প্রথম ইনিংসে ৪৫০ রান করে প্রভাব বিস্তার করেছে স্বাগতিকরা। তাদের বড় রানের মাঝে ৪৬.১ ওভার বল করে ১৫০ রান দিয়ে ৫ উইকেট নেন মিরাজ।
দ্বিতীয় দিনের ২ উইকেটে ২০৪ রান নিয়ে নেমে প্রথম ঘণ্টা পার করে দেন দুই অপরাজিত ব্যাটসম্যান। দলের ২৬১ রানে আসান প্রিয়রঞ্জনকে তুলে নেন মিরাজ। রান আউটে দ্রুত বিদায় নেন আসান বান্দারাও। কিন্তু এরপরই টানা দুটি বড় জুটি পায় শ্রীলঙ্কা। বিশেষ করে বাংলাদেশের বোলাররা টলাতেই পারছিলেন না কামিন্ডু মেন্ডিসকে। এই ব্যাটসম্যানই তার দলকে নিয়ে যান চূড়ায়। উপায় না দেখে অনিয়মিত বোলার মোহাম্মদ মিঠুনের হাতে বল দিয়ে সাফল্য আনেন অধিনায়ক মুমিনুল হক।
মিঠুনের বলে আউট হওয়ার আগে ২৮২ বলে ১৯ চারে ১৬৯ রান করে যান তিনি। কামিন্ডু আউট হওয়ার পর মিঠুনকে নিয়ে টেল এন্ডার ছাঁটেন মিরাজ। তবে পেসাররা করেছেন হতাশ। ইবাদত হোসেন আর মেহেদী হাসান রানা ১ উইকেট করে পেলেও আবু জায়েদ রাহি ছিলেন উইকেটশূন্য।
শ্রীলঙ্কা ‘এ’ দল গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে নেমেছিল বাংলাদেশ ‘এ’। তবে ততক্ষণে আর খেলার সময় বাকি ছিল না খুব একটা।
একই ভেন্যুতে দ্বিতীয় চার দিনের ম্যাচ শুরু হবে ৪ অক্টোবর।
Comments