চাঁদাবাজির অভিযোগে খুলনায় ৭ পুলিশ বরখাস্ত

Bangladesh Police

চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগে খুলনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একজন উপপরিদর্শক (এসআই), তিনজন সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) মোট সাত জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ডুমুরিয়ার চুকনগর এলাকায় চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠার পর সোমবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে।

বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন-এসআই মো. লুৎফর রহমান, এএসআই কেএম হাসানুজ্জামান, এএসআই শেখ সাইদুর রহমান, এএসআই গাজী সাজ্জাদুল ইসলাম, কনস্টেবল মো. কামরুজ্জামান বিশ্বাস, কনস্টেবল জামিউল হাসান ও কনস্টেবল জুয়েল শেখ।

খুলনা জেলা পুলিশ সুপার শফিউল্লাহ দ্য ডেইলি স্টারকে বলেছেন, চুকনগর থেকে এক ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পর তাদের বিরুদ্ধে তদন্তে প্রাথমিক প্রমাণ পাওয়া যাওয়ায় সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

ঘটনাটি আনুষ্ঠানিকভাবে তদন্ত করা হবে জানিয়ে তিনি বলেন, অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments