বিগ ব্যাশে নিগার মেলবোর্ন স্টার্সে, রুমানা খেলবেন হোবার্ট হ্যারিকেনে
নারীদের বিগ ব্যাশ খেলতে এর আগেও অস্ট্রেলিয়া গিয়েছিলেন রুমানা আহমেদ। আইসিসির গ্লোবাল ডেভেলপমেন্ট স্কোয়াডের অংশ হিসেবে এবার রুমানার সঙ্গী হচ্ছেন নিগার সুলতানা জ্যোতি। আলাদা দুই দলে খেলবেন দুজন।
বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেনসে হয়ে খেলবেন বাংলাদেশের নারী দলের ওয়ানডে অধিনায়ক রুমানা। এর আগের বছর ব্রিসবেন হিটের হয়ে খেলতে গিয়ে অবশ্য মাঠে নামার সুযোগ হয়নি তার।
উইকেটকিপার ব্যাটার নিগার সুলতানা জ্যোতি এবার আইসিসির বিশেষ কোটায় খেলতে যাচ্ছেন মেলবোর্ন স্টার্সে্র হয়ে। দ্য ডেইলি স্টারকে নিগার জানান, ৬ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বেন তারা। এবার কেবল অভিজ্ঞতা অর্জনেই সীমাবদ্ধ না থেকে মাঠে নামারও আশা তাদের।
বাংলাদেশ নারী দলের গুরুত্বপূর্ণ এই দুই ক্রিকেটার আছেন বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারত ‘এ’ দলের বিপক্ষে সিরিজেও। তবে ৪ অক্টোবর প্রথম ওয়ানডেতেই কেবল খেলতে পারবেন তারা।
মেয়েদের বিগ ব্যাশে অভিজ্ঞতা অর্জনের জন্য বিভিন্ন দেশের ক্রিকেটারদের সুযোগ দিতে বিশেষ প্রোগ্রাম চালিয়ে আসছে আইসিসি। তার অংশ হিসেবে এবারও ১৩ জনের ডেপোলাপমেন্ট স্কোয়াড ঘোষণা করেছে তারা। যাতে আছে ৮ দেশের প্রতিনিধিত্ব।
Comments