হিগুয়াইন-রোনালদোর লক্ষ্যভেদে জুভেন্টাসের দাপুটে জয়

juventus
ছবি: এএফপি

চলতি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রথম জয় তুলে নিয়েছে ইতালিয়ান পরাশক্তি জুভেন্টাস। প্রথমার্ধে গঞ্জালো হিগুয়াইনের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে দলটির হয়ে ব্যবধান বাড়ান ফেদেরিকো বার্নারদেস্কি। নির্ধারিত সময় শেষ হওয়ার মিনিটখানেক আগে জালের ঠিকানা খুঁজে পান ক্রিস্তিয়ানো রোনালদোও। তাতে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে তুরিনের বুড়ি খ্যাত দলটি।

মঙ্গলবার রাতে ঘরের মাঠ জুভেন্টাস স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচে জার্মানির বেয়ার লেভারকুসেনকে ৩-০ গোলে হারিয়েছে মাউরিজিও সারির শিষ্যরা। আগের ম্যাচে তারা অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠে খেলতে গিয়ে ড্র করেছিল ২-২ ব্যবধানে। গ্রুপের আরেক ম্যাচে রাশিয়ার লোকোমোতিভ মস্কোর মাঠে হোয়াও ফেলিক্স ও থমাসের গোলে ২-০ ব্যবধানে জিতেছে অ্যাতলেটিকো।

এদিন ম্যাচের ১৭তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগটি পায় জুভেন্টাস। তা দারুণভাবে কাজে লাগান আর্জেন্টাইন স্ট্রাইকার হিগুয়াইন। ডান পায়ের নিচু শটে লেভারকুসেনের গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। ৬১তম মিনিটে রোনালদো-হিগুয়াইনের নিজেদের মধ্যে বল দেওয়া-নেওয়ার পর তা পেয়ে যান বার্নারদেস্কি। ফাঁকায় দাঁড়ানো এই ইতালিয়ান ফরোয়ার্ড বাঁ পায়ের শটে জালের নিশানা খুঁজে নেন।

৮৯তম মিনিটে কাঙ্ক্ষিত গোলটি পান ম্যাচ জুড়ে দুর্দান্ত খেলা পর্তুগিজ মহাতারকা রোনালদো। বদলি ফরোয়ার্ড পাওলো দিবালার পাসে লেভারকুসেনের জালে লক্ষ্যভেদ করেন তিনি। চলতি মৌসুমের প্রতিযোগিতায় এটাই তার প্রথম গোল। সবমিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা রোনালদোর গোল হলো ১২৭টি।

এই গোলের মাধ্যমে সময়ের আরেক সেরা তারকা লিওনেল মেসিকে টপকে গেছেন রোনালদো। ইউরোপের সেরা ক্লাব আসরে জার্মান দলগুলোর বিপক্ষে ২৫ ম্যাচে তার গোলসংখ্যা বেড়ে দাঁড়াল ২৭টিতে! এতদিন এই প্রতিযোগিতায় কোনো নির্দিষ্ট দেশের ক্লাবের বিপক্ষে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি। বার্সা তারকা ইংলিশ দলগুলোর বিপক্ষে ২৬ গোল করেছেন।

‘এ’ গ্রুপে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বেলজিয়ামের ক্লাব ব্রুসের বিপক্ষে প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে অবশ্য ঘুরে দাঁড়ায় চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নরা। ২-২ ড্রয়ে স্বস্তিতে ম্যাচ শেষ করে জিনেদিন জিদানের শিষ্যরা। গ্রুপের আরেক ম্যাচে তুরস্কের ক্লাব গ্যালাতাসারাইকে ১-০ গোলে হারিয়েছে ফরাসি লিগ চ্যাম্পিয়ন পিএসজি।

‘বি’ গ্রুপে ইংলিশ দল টটেনহ্যাম হটস্পারকে তাদের মাঠেই ৭-২ গোলে বিধ্বস্ত করেছে জার্মান পরাশক্তি বায়ার্ন মিউনিখ। অন্য ম্যাচে সার্বিয়ার দল রেড স্টার বেলগ্রেড নিজেদের মাঠে ৩-১ গোলে জিতেছে গ্রিসের অলিম্পিয়াকোসের বিপক্ষে।

‘সি’ গ্রুপে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ২-০ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়ার দিনামো জাগরেবকে। আরেক ম্যাচে ইতালির আতালান্তার মাঠ থেকে ২-১ গোলের নিয়ে ফিরেছে ইউক্রেনের শাখতার দোনেস্ক।

Comments

The Daily Star  | English

India plane crash death toll revised to 240 after 'double-counting'

It’s the first Dreamliner crash since its 2011 commercial debut, says Aviation Safety Network

11h ago