বাংলাদেশের বিপক্ষে সিরিজে অনিশ্চিত বুমরাহ-হার্দিক

চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন ভারতীয় গতিতারকা জাসপ্রিত বুমরাহ। ইংল্যান্ডের লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেবেন তিনি। চোট বেশ গুরুতর হওয়ায় আগামী নভেম্বরে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজে তার খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। এদিকে ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়ার মতো ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, দলটির পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও ভুগছেন চোটে। তিনিও বাংলাদেশের বিপক্ষে নামতে পারবেন কি-না তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
hardik and bumrah
হার্দিক পান্ডিয়া (বামে) ও জাসপ্রিত বুমরাহ। ছবি: এএফপি

চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন ভারতীয় গতিতারকা জাসপ্রিত বুমরাহ। ইংল্যান্ডের লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেবেন তিনি। চোট বেশ গুরুতর হওয়ায় আগামী নভেম্বরে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজে তার খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। এদিকে ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়ার মতো ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, দলটির পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও ভুগছেন চোটে। তিনিও বাংলাদেশের বিপক্ষে নামতে পারবেন কি-না তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

আইসিসির পূর্ণ সদস্য হওয়ার পর প্রথমবারের মতো ভারতে পূর্ণাঙ্গ সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী নভেম্বরে মাঠে গড়াতে যাওয়া ওই সিরিজে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবেন সাকিব আল হাসানরা। প্রায় এক মাস দীর্ঘ সফরটি টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু করবে টাইগাররা। এই সিরিজ ৩ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ১০ নভেম্বর। এরপর ১৪ নভেম্বর ইন্দোরে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ২২ হবে নভেম্বর। এই ম্যাচের ভেন্যু কলকাতা। তবে দুদল কোনো ওয়ানডে ম্যাচ খেলবে না।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, পিঠের নিচের অংশের চোটের চিকিৎসার জন্য দলের বোলিং আক্রমণের সেরা অস্ত্র বুমরাহকে লন্ডনে পাঠাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তার সাড়ে তিন বছরের ক্রিকেট ক্যারিয়ারে এটাই সবচেয়ে বড় চোট। গুরুতর হওয়ায় তাকে দুই মাসের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে হতে পারে। সেক্ষেত্রে আগামী ডিসেম্বরের আগে তার ক্রিকেটে ফেরার কোনো সম্ভাবনা নেই। তাছাড়া দলের এক নম্বর পেসার বুমরাহকে নিয়ে কোনো ঝুঁকি নিতেও রাজি নয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ফলে বাংলাদেশের বিপক্ষে তার খেলা হচ্ছে না, এটা একরকম নিশ্চিতই।

হার্দিক গেল বছরের এশিয়া কাপ থেকে কোমরের চোটে কাবু। মাঝে চিকিৎসা করালেও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। তাকেও লন্ডনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির বোর্ড। যদি হার্দিককে অস্ত্রোপচার করাতে হয়, তবে অন্তত পাঁচ মাসের জন্য মাঠের বাইরে চলে যাবেন তিনি। ফলে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাকে পাবে না ভারত। বিসিসিআইয়ের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, ‘বুধবারই (২ অক্টোবর) হার্দিক ইংল্যান্ডে যাচ্ছেন। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

Comments