বউ-শাশুড়ির দ্বন্দ্বে ৯৯৯-এ ফোন!
বগুড়ার শাজাহানপুরে শাশুড়ি ও পুত্রবধূর পারিবারিক দ্বন্দ্বে ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশ ডেকে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
আজ (২ অক্টোবর) সকালে উপজেলার মাদলা হেলেঞ্চাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
একটি নম্বর থেকে পুত্রবধূ লাবণী আক্তার (২৭) ৯৯৯-এ ফোন দিয়ে অভিযোগ করেন, তার শাশুড়ি শাহেরা বেগম তাকে মারধর করেছেন। কিন্তু, তাদের বাড়িতে পুলিশ গিয়ে দেখে মারধরের কোনো ঘটনাই ঘটেনি। তবে পারিবারিক ঝামেলা হয়েছিলো শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে।
শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান আলী বলেন, “আজ সকালে পুত্রবধূ লাবণী ৯৯৯-এ ফোন দিয়ে তার শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ করেন। সকাল পৌনে ৮টার দিকে তাদের বাড়িতে ফোর্সসহ যাওয়া হয়। গিয়ে দেখা যায় তার শাশুড়ি শাহেরা বেগম তাকে কোনো মারধরই করেননি।”
পারিবারিক ঝামেলা থেকে বউ-শাশুড়ির মধ্যে শুধু বাক-বিতণ্ডা হয়েছে বলে জানান তিনি।
লাবণী আক্তারের স্বামী মো. শাহীন সেসময় পুলিশকে জানান, তার স্ত্রী লাবণী ও তার মা শাহেরা বেগমের মধ্যে প্রায়ই পারিবারিক ঝামেলা হয়। বউয়ের পক্ষে কথা বললে মা ক্ষিপ্ত হন। অপরদিকে, মায়ের পক্ষে কথা বললে বউ ক্ষিপ্ত হয়। এ নিয়ে তিনি খুব বিপদে রয়েছেন।
Comments