টেস্টে প্রথমবার ওপেন করতে নেমেই সেঞ্চুরি রোহিতের
অধিনায়ক বিরাট কোহলি বলেছিলেন, টেস্ট ওপেনার হিসেবে রোহিত শর্মাকে চেষ্টা করার এখনি সময়। সেই চেষ্টার শুরুটা হয়েছে দুর্দান্ত। রঙিন পোশাকে ভারতের নিয়মিত ওপেনার সাদা পোশাকে ওপেন করতে নেমেও দেখিয়েছেন দাপট। সেঞ্চুরি করেছেন, মায়াঙ্ক আগারওয়ালকে নিয়ে দক্ষিণ আফ্রিকান বোলারদের পুড়িয়েছেন হতাশায়।
বিশাখাপত্তমে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন নিজেদের করে নিয়েছেন ভারতের ওপেনাররা। বিনা উইকেটে ২০২ রান করার পর বৃষ্টির কারণে দিনের খেলা শেষ হয়েছে ৩০ ওভার আগেই। ১৭৪ বলে ১২ চার ৫ ছক্কায় ১১৫ রান করে অপরাজিত আছেন রোহিত, ১৮৩ বলে ১১ চার ২ ছক্কায় ৮৪ রানে অপরাজিত আছেন আগারওয়াল।
সকালে টস জিতে নির্দ্বিধায় ব্যাটিং নিয়েছিলেন কোহলি। ব্যাট করার জন্য দারুণ উইকেটে নেমে অধিনায়কের সিদ্ধান্তের কার্যকরিতা দেখান রোহিত-আগারওয়াল।
কাগিসো রাবাদা-ভারনন ফিল্যান্ডাররা ধারহীন হয়ে পড়ায় প্রথম ঘণ্টাতেই স্পিনারদের ডাকেন ফাফ ডু প্লেসি। কিন্তু কেশম মহারাজ ডেন পিইড কেউই বাগে আনতে পারেননি রোহিতদের। স্পিনার সামনে গিয়ে খেলে রক্ষণ যেমন করেছেন, সময় মতো বেরিয়ে এসে উড়িয়েছে মাঠের বাইরে।
বেশি আগ্রাসী ছিল রোহিতের ব্যাটই। টেস্টে তার আগে ছিল তিনটি সেঞ্চুরি। সবগুলোই নিচে খেলে। প্রথমবার নেমেছিলেন ওপেন করতে। নেমেই পান চতুর্থ টেস্ট সেঞ্চুরি। যাতে ছিল আগ্রাসন আর রক্ষণের সাবলীলতার মিশেল।
Comments