চার-ছক্কার তাণ্ডব তুলে রেকর্ড অসি নারী ক্রিকেটারের
ওয়ানডেতেই দেড়শো ছুঁইছুঁই ইনিংসও হরহামেশা দেখা যায় না। মেয়েদের ক্রিকেটে তো আরও খুব অপ্রতুল। কিন্তু অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে তাণ্ডব তুলে ৬১ বলে করে ফেলেছেন ১৪৮ রান। তাতে হয়ে গেছে অনন্য দুই রেকর্ড।
মেয়েদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের ইনিংস এখন এটিই। হিলির আগে রেকর্ডটি দখলে ছিল তারই স্বদেশী মেগ লেনিংয়ের। শুধু তা-ই নয়, এই ইনিংস খেলার পথে ৪৬ বলে সেঞ্চুরিতে পৌঁছেও আরেকটি রেকর্ড গড়েছেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে মেয়েদের টি-টোয়েন্টিতে তো বটেই, ছেলে-মেয়ে সব মিলিয়েই তার নিজ দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও এটি।
সিডনিতে বুধবার টস জিতে ব্যাট করতে গিয়েই হাত খোলে মারতে থাকেন হিলি। চার ছক্কায় বেসামাল করে তুলেন লঙ্কানদের। মাত্র ২৫ বলে পৌঁছান ফিফটিতে। সেঞ্চুরিতে যেতে তার আগে আর ২১ বল। ৪৬ বলে করে ফেলেন সেঞ্চুরি। বাকি ৪৮ রান তুলেছেন আরও ১৫ বল খেলে।
বিস্ফোরক ইনিংসে ১৯ চার আর ৭ ছক্কা মেরেছেন একশোটির বেশি টি-টোয়েন্টি খেলা ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার।
হিলির এমন ব্যাটিংয়ে ২০ ওভারে ২২৬ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে হতশ্রী দশা লঙ্কান মেয়েদের। পুরো ২০ ওভার খেলে ৭ উইকেটে তারা করতে পেরেছে কেবল ৯৭ রান। ফলে অসিরা জিতে নিজেদের সবচেয়ে বড় ১৩২ রানের ব্যবধানে। তিন ম্যাচ সিরিজেও এতে শ্রীলঙ্কান মেয়েরা অসিদের কাছে হয়েছে হোয়াইটওয়াশ।
Comments