ফুটপাত ব্যবস্থাপনা!
মানুষ সচেতন নয়, মানুষ নিয়ম মানে না- এমন কথা প্রায়ই শোনা যায় নীতি নির্ধারকদের মুখ থেকে। ঢাকার অধিকাংশ ফুটপাত চলাচলের অনুপযোগী, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আর বললেও কী টনক নড়বে কর্তৃপক্ষের? ভাঙাচোরা ফুটপাতের ওপর বসে দোকান। রাখা হয় ময়লার বস্তা। গত ১ অক্টোবর রাজধানীর কামাল সরণীতে অবস্থিত মণিপুর স্কুলের কাছে থেকে তোলা ফুটপাতের ছবি। ছবি: পলাশ খান
Comments