রাজধানীতে সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্য নিহত
রাজধানীর কাকরাইল মোড়ে ট্রাকচাপায় একজন র্যাব সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছে আরো একজন র্যাব সদস্য।
নিহত হাসান মাহমুদ (৩২) ছিলেন পুলিশ কনস্টেবল। তিনি র্যাব সদরদপ্তরে গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া বলেন, আজ (৩ অক্টোবর) ভোররাত সাড়ে ১২টার দিকে একটি ট্রাক র্যাব সদস্যদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা রাস্তায় পড়ে যায়।
আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ভোররাত ২টার দিকে হাসান মারা যান বলে জানান র্যাব কর্মকর্তা।
দুর্ঘটনার পরপরই ট্রাকচালক আলমগীর হোসেন (৩২) এবং হেলপার হৃদয় হোসেনকে (২০) আটক করা হয় বলে জানান রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম।
Comments