জগন্নাথে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদল মিছিল বের করলে হামলা চালায় ছাত্রলীগ।
ছাত্রদলের বরাত দিয়ে আমাদের জবি সংবাদদাতা জানান, হামলায় আহত অন্তত সাতজনকে জবি মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ (৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রদলের ৩০-৩৫ জন কর্মী মিছিল বের করলে সমাজবিজ্ঞান বিভাগ শিক্ষার্থী আল সাদিক হৃদয়ের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা তাদের ওপর হামলা চালায়।
ছাত্রদলের দাবি, হামলায় তাদের অন্তত সাত কর্মী আহত হয়েছেন।
মিছিলে হামলা চালিয়ে ছাত্রলীগের কর্মীরা ছাত্রদলের আব্দুর রশিদকে মারধর করে। পরে তাকে প্রক্টর কার্যালয়ে হস্তান্তর করা হয়। রশিদকে উন্নত চিকিৎসার জন্যে মেডিকেল সেন্টার থেকে মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জবি শাখার ছাত্রদলের কর্মী শাহরিয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, “খালেদা জিয়ার মুক্তির দাবিতে ক্যাম্পাসে মিছিল বের করলে ছাত্রলীগের কর্মীরা আমাদের ওপর হামলা চালায়।” হামলায় সাতজন আহত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
ছাত্রলীগের আল সাদিক হৃদয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “খালেদা জিয়ার মুক্তির বিতর্কিত দাবি তুলে বহিরাগতরা ক্যাম্পাসে হট্টগোল করার চেষ্টা করলে তাদেরকে ধাওয়া দেওয়া হয়।”
প্রক্টর মোস্তফা কামাল বলেন, “কেউ আমাদের কাছে লিখিত অভিযোগ করলে পরে ব্যবস্থা নেওয়া হবে।”
Comments