'মেসির জন্য এসব সবসময়ই সহজ'
দারুণ দুটি গোল দিয়েছেন লুইস সুয়ারেজ। তাতে ভর করে বার্সেলোনার জয়। কিন্তু দুটি গোলেরই মূল অবদান ছিল অধিনায়ক লিওনেল মেসির। ইনজুরি থেকে ফিরেও এমন দুর্দান্ত খেলায় হয়েছেন ম্যাচ সেরাও। আর তাতে বরাবরের মতোই দারুণ মুগ্ধ সতীর্থ মার্ক-আন্দ্রে টের স্টেগেন। ও ধরণের খেলা মেসির জন্য অনেকটা ডালভাতের মতোই বলে মনে করেন বার্সেলোনার এ গোলরক্ষক।
চলতি মৌসুমে এদিনই প্রথমবারের মতো একটি ম্যাচের পুরোটা সময় খেললেন মেসি। যেভাবে খেলেছেন তাতে কে বলবে মৌসুমের প্রায় সবটা জুড়েই ছিল তার ইনজুরি। দারুণ সব পাস দিয়েছেন, ড্রিবলিংও করেছেন। প্রথম গোলের উৎস ছিলেন তিনিই। আর দ্বিতীয় গোলটা তো কেবল সুয়ারেজের নামেই লেখা হয়েছে। মাঝ মাঠ থেকে একক দক্ষতায় কাটিয়ে বানিয়ে দিয়েছেন মেসিই।
ইনজুরি থেকে মেসির এমন প্রত্যাবর্তনে খুব খুশি সতীর্থ টের স্টেগেন। আশা করছেন পরবর্তীতে যেন আর কোন ইনজুরি না হয়, 'মাঠে তাকে (মেসি) সঙ্গে পাওয়া আমাদের জন্য জন্য সবসময় খুশির ব্যাপার। সে সবসময়ই সেরাটা দেয়, পাস, এসিস্ট এবং গোলও... আমরা খুবই খুশি সে ৯০ মিনিট খেলতে পেরেছে। যা সে ইনজুরির জন্য করতে পারছিল না। আশা করছি এমনটা আর হবে না। তার জন্য এসব সবসময়ই সহজ।'
তবে শুধু মেসির প্রশংসা করেই ক্ষান্ত হননি টের স্টেগেন। আরেক সতীর্থ লুইস সুয়ারেজেরও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তিনি, 'সে (সুয়ারেজ) অনেক মানুষের মুখ বন্ধ করে দিয়েছে। সে সবসময়ই ফোকাসে থাকে এবং নিজের সেরাটা দেয়। সবচেয়ে বড় কথা সে সবসময়ই লড়াই করে। আমরা জানি সামনের দিকে আমাদের কাদের রাখতে হয়। সে এখানে সবসময় থাকে স্কোর করার জন্যই।'
তবে ম্যাচের প্রথমার্ধে খুব একটা ভালো খেলতে পারেনি বার্সেলোনা। শুরুতে পিছিয়েও পড়েছিল। মেসি ও সুয়ারেজের এমন দৃষ্টিনন্দন ফুটবল খেললে হয়তো ফলাফল ভিন্ন হতে পারতো। তবে এসব কিছুকেই ফুটবলের অংশ বলে জানালেন বার্সা গোলরক্ষক, 'আমরা দুটি গোল করেছি, আমরা অনেক ভুলও করেছি। কিন্তু ম্যাচে এসব ঘটেই। আমাদের অনেক মেধাবী খেলোয়াড় আছে যারা পার্থক্য গড়ে দিতে পারে। যদিও আমরা এদিন বেশ সংগ্রাম করেছি কিন্তু এসবই ফুটবলের অংশ। প্রতিপক্ষও জানে কীভাবে ভালো ফুটবল খেলতে হয়।'
Comments