বাঘ-ষাঁড়ের মুখোশ পরে অলঙ্কারের দোকানে ডাকাতি
ভারতের তামিলনাড়ুর একটি জনপ্রিয় অলঙ্কারের দোকানে বাঘ-ষাঁড়ের মুখোশ পরে ৩০ কেজি ওজনের ৮০০ অলঙ্কার চুরি করেছে দুষ্কৃতিকারীরা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির গতকালের (৩ অক্টোবর) এক প্রতিবেদনে বলা হয়, গত ১ অক্টোবর রাতে তামিলনাডুর তিরুচিরাপল্লির এক দোকানে চুরি যাওয়া অলঙ্কারের মোট অর্থমূল্য ১৩ কোটি রুপি।
লুটপাট চালানোর সময় তাদের মুখে ছিলো বাঘ ও ষাঁড়ের মুখোশ।
প্রতিবেদনে বলা হয়, তিরুচিরাপল্লির জনপ্রিয় ললিতা শোরুমের একদিকের দেওয়াল ফুটো করে ঢুকে পড়ে ওই দুই ডাকাত।
পুলিশ জানিয়েছে, কুকুররা যাতে কোনো গন্ধ না পায়, সেজন্য ডাকাতরা মরিচের গুঁড়া ছড়িয়ে দিয়ে যায়। সেই দোকানে নৈশপ্রহরী ছিলেন ছয়জন। তাদের সবাইকে বোকা বানিয়ে ভিতরে ঢুকে প্রায় ঘণ্টা দেড়েক ধরে ডাকাতি করে তারা।
দোকানের অন্যতম মালিক কিরণ কুমার জানিয়েছেন, “৮০০টির মতো সোনা ও প্লাটিনামের গয়না ডাকাতি হয়েছে।”
২ অক্টোবর সকালে কর্মীরা দোকান খুলতেই ডাকাতির ঘটনা প্রথম নজরে আসে।
সিসিটিভি ক্যামেরায় দেখা যায়- দুজন মুখোশধারী ব্যক্তি দেওয়াল ছিদ্র করে ভিতরে ঢুকে দীর্ঘ সময় ধরে গয়নাগুলি চুরি করছে।
পুলিশের ধারণা, তাদের আরো এক সঙ্গী বাইরে অপেক্ষা করছিলো চুরির পণ্য সংগ্রহ করার জন্য।
পুলিশ কমিশনার এ অমৃতরাজ জানিয়েছেন, স্থানীয় পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে তল্লাশি চালিয়েছেন। তিনি বলেন, “‘আমরা কিছু সাধারণ তথ্য পেয়েছি। আমরা কয়েকটি দল তৈরি করেছি অপরাধীদের গ্রেপ্তার করার জন্যে।”
Comments