শেষ ম্যাচেও নাস্তানাবুদ হলো লিটনের জ্যামাইকা
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) থেকে জ্যামাইকা তালাওয়াহসের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। গোটা আসরেই তাদের পারফরম্যান্স ছিল ব্যর্থতার মোড়কে মোড়ানো। প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচে দলটির বেহাল দশা আরও স্পষ্টভাবে ফুটে উঠল। সান্ত্বনার জয় পাওয়া তো দূরে থাক, পয়েন্ট তালিকার শীর্ষ দল গায়ানা অ্যামাজান ওয়ারিয়র্সের কাছে রীতিমতো নাস্তানাবুদ হলো লিটন দাসের জ্যামাইকা।
পয়েন্ট তালিকার তলানিতে থেকে সিপিএলের এবারের আসর শেষ করেছে জ্যামাইকা। বৃহস্পতিবার রাতে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে স্বাগতিকদের কাছে ৭৭ রানের বিশাল ব্যবধানে হেরেছে তারা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে গায়ানা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ রান তোলে। দলের পক্ষে ৪৫ বলে সর্বোচ্চ ৭৩ রান করে অপরাজিত থাকেন শোয়েব মালিক। এছাড়া শেরফান রাদারফোর্ডের ব্যাট থেকে আসে ৪৩ বলে ৪৫ রান।
এই মাঝারি লক্ষ্য তাড়ায় তালগোল পাকিয়ে হুড়মুড় করে ভেঙে পড়ে জ্যামাইকার ব্যাটিং লাইনআপ। ১৬.৩ ওভারে তারা গুটিয়ে যায় মাত্র ৭৯ রানে। চারে নেমে লিটন দলের পক্ষে সর্বোচ্চ ২১ রান করেন ২৫ বল খেলে। তার ইনিংসে ছিল ২টি চার। ওপেনার গ্লেন ফিলিপসও করেন ২১ রান। তিনি বল মোকাবিলা করেন ২৮টি।
চলতি আসরে এখন পর্যন্ত অপরাজিত গায়ানা। তারা ৯ ম্যাচ খেলে সবকটিতে জিতেছে। তাদের অর্জন ১৮ পয়েন্ট। অন্যদিকে, ১০ ম্যাচের মাত্র ২টিতে জিতেছে জ্যামাইকা। তাদের ঝুলিতে মোটে ৪ পয়েন্ট।
উল্লেখ্য, দেশের বাইরে এবারই প্রথম ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ খেলতে গিয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন। তবে তার অভিজ্ঞতা মোটেও সুখকর হলো না। মাঠে নামা ২ ম্যাচেই দলের হার দেখলেন। সিপিএলে অভিষেকে আগের ম্যাচে ২১ বলে ২১ রান করেছিলেন লিটন।
Comments